একটি ঘুমের গল্প
বড্ড ঘুম পাচ্ছে আজ।
মনে হচ্ছে যেন কত যুগ ধরে,
কত কাল ধরে,
নির্ঘুম রয়েছি আমি।
নিজেকে মনে হচ্ছে আজ
জাহাজের নাবিকের মত।
যে কিনা মাস্তুল ভেঙ্গে যাওয়া
এক জাহাজকে ভাসিয়ে রাখতে
ক্রমাগত দেয় ঘুম বলি।
অথচ চোখে তার বড্ড ঘুম।
নিজেকে মনে হচ্ছে আজ
যুদ্ধ ফেরত এক সৈনিকের মত
যে কিনা রনাজ্ঞনের যুদ্ধ শেষে এইমাত্র ফিরল ঘরে।
চোখে যার বড্ড ঘুম।
দীর্ঘদিন ধরে জাহাজে থাকা নির্ঘুম নাবিকের মত ঘুম পাচ্ছে আজ।
দীর্ঘদিন ধরে যুদ্ধে থাকা যুদ্ধ ফেরত সৈনিকের মত ঘুম পাচ্ছে আজ।
বড্ড ঘুম পাচ্ছে আমার।
বড্ড ঘুম পাচ্ছে আজ।
মনে হচ্ছে যেন কত যুগ ধরে,
কত কাল ধরে,
নির্ঘুম রয়েছি আমি।
নিজেকে মনে হচ্ছে আজ
জাহাজের নাবিকের মত।
যে কিনা মাস্তুল ভেঙ্গে যাওয়া
এক জাহাজকে ভাসিয়ে রাখতে
ক্রমাগত দেয় ঘুম বলি।
অথচ চোখে তার বড্ড ঘুম।
নিজেকে মনে হচ্ছে আজ
যুদ্ধ ফেরত এক সৈনিকের মত
যে কিনা রনাজ্ঞনের যুদ্ধ শেষে এইমাত্র ফিরল ঘরে।
চোখে যার বড্ড ঘুম।
দীর্ঘদিন ধরে জাহাজে থাকা নির্ঘুম নাবিকের মত ঘুম পাচ্ছে আজ।
দীর্ঘদিন ধরে যুদ্ধে থাকা যুদ্ধ ফেরত সৈনিকের মত ঘুম পাচ্ছে আজ।
বড্ড ঘুম পাচ্ছে আমার।
বড্ড ঘুম পাচ্ছে আজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ওয়াহিদ ২৬/০৯/২০১৩Darun !
-
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩খুব ভাল লাগলো
শেষ ৮ লাইন আরও দারুন -
সহিদুল হক ২৪/০৯/২০১৩সার্থক আধুনিক কবিতা।
রনাজ্ঞনের > রণাঙ্গনের,
আমার কবিতা ও কৌতুক-দুটি পড়া ও মন্তব্যের আমন্ত্রণ রইলো। -
নাজমুন নাহার ২৪/০৯/২০১৩সুন্দর ।