ভালবাসা
চল আজ আগুন হই
সবকিছু পুড়িয়ে দেই
ভালবাসার উত্তাপে।
চলো আজ ফাগুন হই
প্রকৃতিকে সাজিয়ে দেই ভালোবাসার বর্ণিল সাজে।
চল আজ বৃষ্টি হই
পৃথিবীকে দেই শান্তির
শীতল স্পর্শ।
চল আজ পাখি হই
উড়ে বেড়াই
ভালোবাসার নীল আকাশে।
চল আজ সর্বনাশা হই
সর্বনাশ হোক দুজনের।
চলো আজ শুধু ভালবাসি
দুজনার নির্বাক ঠোঁট মিলে যাক এক জায়গায়।
সবকিছু পুড়িয়ে দেই
ভালবাসার উত্তাপে।
চলো আজ ফাগুন হই
প্রকৃতিকে সাজিয়ে দেই ভালোবাসার বর্ণিল সাজে।
চল আজ বৃষ্টি হই
পৃথিবীকে দেই শান্তির
শীতল স্পর্শ।
চল আজ পাখি হই
উড়ে বেড়াই
ভালোবাসার নীল আকাশে।
চল আজ সর্বনাশা হই
সর্বনাশ হোক দুজনের।
চলো আজ শুধু ভালবাসি
দুজনার নির্বাক ঠোঁট মিলে যাক এক জায়গায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বজিৎ বণিক ২৩/০৯/২০১৩ভালবাসায় সর্বনাশ কে না ডাকা ই ভালো। ভালো লাগলো । আমার পাতায় আমন্ত্রণ রইল ।
-
Înšigniã Āvî ২৩/০৯/২০১৩দারুন লাগলো....
প্রকৃতির মোহময়তায় ভালোবাসার গান । -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/০৯/২০১৩চমৎকার লিখা।চাইলে আরো ভালো করতে পারতেন।ভালো লাগলো।
-
রোদের ছায়া ২৩/০৯/২০১৩অনেক আবেগি কবিতা , শেষ প্যারাটিও তিন লাইন হতে পারতো।
-
ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩--দারুণ উচ্ছলতা নিয়ে শুরু হলেও মাঝ পথে কমতি পেলাম। --
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৩/০৯/২০১৩এমন চলা চলতে কবি সাধ জাগে মোর মনে
আগুন হয়ে ফাগুন হয়ে মিলব সবার সনে
খুব সুন্দর হয়েছে কবিতাটা