শিরোনামহীন
থাক,এই দীর্ঘশ্বাস গুলো আমারই থাক।
থাক,এই কষ্ট গুলো
আমারই থাক।
থাক,এই মন খারাপের দিন গুলো আমারই থাক।
থাক,ভেজা চোখের ঝাপসা দৃষ্টি আমারই থাক।
থাক,অমাবস্যার রাত গুলো আমারই থাক।
থাক,ভেঙে যাওয়া স্বপ্ন গুলো আমারই থাক।
থাক,চোখের কোনের এক ফোঁটা জল আমারই থাক।
থাক,নষ্ট হওয়া জীবনটা আমারই থাক।
থাক,এই কষ্ট গুলো
আমারই থাক।
থাক,এই মন খারাপের দিন গুলো আমারই থাক।
থাক,ভেজা চোখের ঝাপসা দৃষ্টি আমারই থাক।
থাক,অমাবস্যার রাত গুলো আমারই থাক।
থাক,ভেঙে যাওয়া স্বপ্ন গুলো আমারই থাক।
থাক,চোখের কোনের এক ফোঁটা জল আমারই থাক।
থাক,নষ্ট হওয়া জীবনটা আমারই থাক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২২/০৯/২০১৩খুব বেদনার
-
সহিদুল হক ২২/০৯/২০১৩কবি নিজের কষ্ট নিজেই বহন করতে চান,কাউকে ভাগ নেওয়ার জন্য প্রার্থনা করেন না।এটাও এক ধরনের কষ্ট থেকে উঠে আসা অনুভূতি।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৯/২০১৩থাক! এই ধন্যবাদ টাও আপনার থাক।সুন্দর লিখেছেন।
-
সৌম্য মজুমদার ২২/০৯/২০১৩অসাধারন লিখেছো ভ্রাতা