জীবন
যাচ্ছে চলে জীবন যেমন
অসমাপ্ত সময়ের স্রোতে
চিলেকোঠার এক কোণে
বার্নিশটা জ্বলে যাওয়া
ইজি চেয়ারটায়।
কখনো মন পুড়ে ছাই হয়
আবার কখনো মেঘের ভেলায়
ভেসে বেড়ায় রাতের আকাশে।
কোন একদিন হয়তো
আমরা আবার নতুন হবো
নতুন সুরে নতুন করে
চেনা গান গাইবো।
যেন আরেকবার উড়ে যাই
নীল আকাশের মাঝে
যেখানে স্বপ্নগুলো আসবে
নতুন করে বাস্তবতায়
কল্পনায় যাবেনা মিলিয়ে।
অসমাপ্ত সময়ের স্রোতে
চিলেকোঠার এক কোণে
বার্নিশটা জ্বলে যাওয়া
ইজি চেয়ারটায়।
কখনো মন পুড়ে ছাই হয়
আবার কখনো মেঘের ভেলায়
ভেসে বেড়ায় রাতের আকাশে।
কোন একদিন হয়তো
আমরা আবার নতুন হবো
নতুন সুরে নতুন করে
চেনা গান গাইবো।
যেন আরেকবার উড়ে যাই
নীল আকাশের মাঝে
যেখানে স্বপ্নগুলো আসবে
নতুন করে বাস্তবতায়
কল্পনায় যাবেনা মিলিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ২৯/১১/২০২৪
-
আমি-তারেক ১৯/০৭/২০২২Sundor prokash - sundor vabna
-
বোরহানুল ইসলাম লিটন ১৭/০৭/২০২২বেশ ভালো লাগলো প্রিয় কবি!
-
আলমগীর সরকার লিটন ১৬/০৭/২০২২বেশ ভাবনাময় প্রকাশ কবি দা
অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল।