প্রত্যাশা
তুমি যে পথে হেঁটেছ
আমিতো আছি দাঁড়িয়ে।
হেঁটে চলা সেই চেনা পথ
দাওনা দুটি হাত বাড়িয়ে।
বলবোনা আজ কোন কথা
নিশ্চুপ দেখ রাতের তারা
কোথাও নেই কোন শব্দ।
ছুঁয়েছি তোমায় কখন যেন,
হারিয়েছি যখন মেঘের মাঝে।
অস্পৃশ্য টানে আজ আমি
শোকার্ত উপকূলে;
তুমি কি বোঝ সেই অনুভূতি?
যেথায় মিশেছিলে
শুধুই তুমি।
আমিতো আছি দাঁড়িয়ে।
হেঁটে চলা সেই চেনা পথ
দাওনা দুটি হাত বাড়িয়ে।
বলবোনা আজ কোন কথা
নিশ্চুপ দেখ রাতের তারা
কোথাও নেই কোন শব্দ।
ছুঁয়েছি তোমায় কখন যেন,
হারিয়েছি যখন মেঘের মাঝে।
অস্পৃশ্য টানে আজ আমি
শোকার্ত উপকূলে;
তুমি কি বোঝ সেই অনুভূতি?
যেথায় মিশেছিলে
শুধুই তুমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেদওয়ান আহমেদ বর্ণ ১৭/০৭/২০২১খুব সুন্দর লেখনী
-
ফয়জুল মহী ১৭/০৭/২০২১দারুণ পরিস্ফুটন ঘটেছে নান্দনিক কথামালায়, নিরন্তর শুভেচ্ছা ও শুভ কামনা অবিরাম।
-
কানিজ ফাতেমা ১৬/০৭/২০২১ভালো লেগেছে
-
শ.ম. শহীদ ১৬/০৭/২০২১সুন্দর!
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৭/২০২১ভালো লাগলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৭/২০২১চমৎকার অনুভূতি।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/০৭/২০২১সুন্দর