অস্পৃশ্য অনুভূতি
দেখেছিলাম প্রিয়
ফুলগাছটির পাশে
নৃত্যরত রঙিন
প্রজাপতির দল।
লাল,নীল,বেগুনি
ফুলগুলোর মাঝে
মেঘ ও সূর্যের
লুকোচুরি প্রেম।
যেখানে পেয়েছি
প্রবাহমান জলরাশি
শীতল বাতাসে
ভাসিয়ে দিয়েছিলাম
ক্লান্ত শরীরটাকে
অজানা উদ্দেশ্যে।
নীলাকাশ যদিও
অনিন্দ্য সুন্দরী;
ছুঁয়ে যেতে চাই
তার হৃদয় অবধি
ধরা নেই-ছোঁয়া নেই
শুধুই অনুভূতি,
তেঁতুল গাছটির
পাতার ফাঁকে
চাঁদের উঁকিঝুঁকি।
ফুলগাছটির পাশে
নৃত্যরত রঙিন
প্রজাপতির দল।
লাল,নীল,বেগুনি
ফুলগুলোর মাঝে
মেঘ ও সূর্যের
লুকোচুরি প্রেম।
যেখানে পেয়েছি
প্রবাহমান জলরাশি
শীতল বাতাসে
ভাসিয়ে দিয়েছিলাম
ক্লান্ত শরীরটাকে
অজানা উদ্দেশ্যে।
নীলাকাশ যদিও
অনিন্দ্য সুন্দরী;
ছুঁয়ে যেতে চাই
তার হৃদয় অবধি
ধরা নেই-ছোঁয়া নেই
শুধুই অনুভূতি,
তেঁতুল গাছটির
পাতার ফাঁকে
চাঁদের উঁকিঝুঁকি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৬/০৭/২০২১Wonderful
-
মোঃ বুলবুল হোসেন ০৫/০৭/২০২১চমৎকার কবিতা
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৭/২০২১বেশ!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/০৭/২০২১বেশ