অচেনা পৃথিবী
পুরো পৃথিবী আজ
ঘুমিয়ে পড়েছে।
বাতাসে ফুলের সৌরভ
অচেনা লাগে,
প্রিয় গানগুলো
কেমন যেন বেসুরো লাগে।
প্রবহমান সময়গুলো
হয়ে গেছে দীর্ঘ ধূসর অবসাদের।
তবুও স্বপ্ন দেখি,
আশায় থাকি;
একদিন নতুন দিনের মিছিলে
খুব ভোরে বৃষ্টি ঝরবে,
সূর্য উঠবে।
ঘুমিয়ে পড়েছে।
বাতাসে ফুলের সৌরভ
অচেনা লাগে,
প্রিয় গানগুলো
কেমন যেন বেসুরো লাগে।
প্রবহমান সময়গুলো
হয়ে গেছে দীর্ঘ ধূসর অবসাদের।
তবুও স্বপ্ন দেখি,
আশায় থাকি;
একদিন নতুন দিনের মিছিলে
খুব ভোরে বৃষ্টি ঝরবে,
সূর্য উঠবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ০৩/০৭/২০২১পাঠ করে তৃপ্তি পেয়েছি প্রিয় কবি।
-
ডাঃঅলোক সরকার ০৩/০৭/২০২১সুন্দর প্রকাশ। ভালো লাগলো।কবিকে অভিনন্দন। সবাই ভালো থাকবেন।
-
অভিজিৎ হালদার ০২/০৭/২০২১ভালো কবিতা
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/০৭/২০২১পৃথিবী আসলেই একটা অচেনা গ্রহে পরিণত হয়েছে।
-
Md. Rayhan Kazi ০২/০৭/২০২১অনিন্দ্য সুন্দর চয়ন
-
ফয়জুল মহী ০২/০৭/২০২১অনাবিল সুন্দর কথা I