মেঘে ঢাকা চাঁদ
জানালার গ্রীলের ফাঁক দিয়ে,
হঠাৎ তাকিয়ে দেখি...
আমার সমসাময়িক হৃদয়ের চিত্র।
কালো বিবর্ণ অধ্যায়ের পরে,
ঝাপসা সাদা বিন্দু।
ঝড় বিক্ষুব্ধ সাগরের মাঝে,
অন্ধকারের বাস্তব প্রতিমূর্তি।
ক্রমহ্রাসমান ক্ষয়িষ্ণু জীবনীশক্তি-
ক্রমশ নিঃশেষিত অস্তাচলে;
সহসা এই জীবনের গতিপথ।
দেহের শিরা উপশিরা,
অলস ক্লান্ত দেহমন;
ভর করে আছে
অশুভ শক্তির কাছে।
যদিও পূর্বাশার আলো
এখনও দীপ্যমান!
কারন রাতের আকাশে
এখনও রয়েছে
মেঘে ঢাকা চাঁদ!
হঠাৎ তাকিয়ে দেখি...
আমার সমসাময়িক হৃদয়ের চিত্র।
কালো বিবর্ণ অধ্যায়ের পরে,
ঝাপসা সাদা বিন্দু।
ঝড় বিক্ষুব্ধ সাগরের মাঝে,
অন্ধকারের বাস্তব প্রতিমূর্তি।
ক্রমহ্রাসমান ক্ষয়িষ্ণু জীবনীশক্তি-
ক্রমশ নিঃশেষিত অস্তাচলে;
সহসা এই জীবনের গতিপথ।
দেহের শিরা উপশিরা,
অলস ক্লান্ত দেহমন;
ভর করে আছে
অশুভ শক্তির কাছে।
যদিও পূর্বাশার আলো
এখনও দীপ্যমান!
কারন রাতের আকাশে
এখনও রয়েছে
মেঘে ঢাকা চাঁদ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২৯/০৬/২০২১সুন্দর
-
Md. Rayhan Kazi ২৭/০৬/২০২১অনন্য লেখনশৈলী
-
মোঃসোহাগ আকন্দ ২৭/০৬/২০২১besh valoi laglo
-
কে. পাল ২৭/০৬/২০২১Valo
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০৬/২০২১নাইস
-
মাহতাব বাঙ্গালী ২৭/০৬/২০২১সুন্দর ভাব প্রকাশ
-
ফয়জুল মহী ২৭/০৬/২০২১Excellent writen
-
মোঃ বুলবুল হোসেন ২৬/০৬/২০২১সুন্দর
-
ন্যান্সি দেওয়ান ২২/০৬/২০২১Good