সমাজের বিশ্বকর্মায় জং ধরেছে
হ্যা শুনতে পাচ্ছি..........
-তবে ?
তবে আর কি ! শুনতেও পাচ্ছি ,পরিষ্কার দেখতেও পাচ্ছি কিন্তু আমি দৃষ্টিহীন ।কানে একটু কালাও আছি ।শৈশবে ছিলাম না তবে এখন শিখে গেছি । রপ্ত করা খুব একটা সহজ ছিলো না কিন্তু পারিপাশ্বিক পরিবেশ ,পরিবেশের কিছু রক্ত চালিত মানব যন্ত্র আমায় শিখিয়ে নিয়েছে ।
এখন আমিও শুনেও কেমন না শোনার ভান করতে পারি ,দেখেও কেমন না দেখার ভান করতে পারি ।
একটা জিনিস খুব সহজ ,এর থেকে আলাদা হলে তুমি চলতে পারবে না ,তার চেয়ে বড় কথা যন্ত্র মানব তোমায় চলতে দেবে না ।
কিছু করতে যেও না ,পারলে নিজেকে একটা গ্রানাইটে পরিণত কর যা নরবেও না চরবেও না ।যার মধ্যে থাকবে না আবেগ দুঃখ অনুভূতি ।হাতুড়ির শত আঘাতেও বিদীর্ণ হবে না,বেরবে না এক ফোঁটা রক্ত ।
অর্থের গন্ধে মুখে হাসি ,হৃদয় হবে টিভির পর্দার প্রেম মায়া মমতার সাগর চোখের কোনে আসলেও আসতে পারে দু এক ফোঁটা জল ।
পর্দার বাইরে তিন টাকা খরচ করতে হবে মাসের শেষ ,হাত টান ।হোক না সে মাস গেলে ত্রিশ হাজার আয় ।
এই মনানী সত্যি রে ছাত্র ছাত্রীদের পড়াতে পড়াতে আমিও এক ভালো ছাত্র হয়ে গিয়েছিরে ।প্রতিটা পদক্ষেপে হোচট খাচ্ছি ঠিকই কিন্তু অনেক কিছু শিখছি ।দেখ শরীরের অবয়ব খোলটা কেমন শক্ত হয়ে আসছে ।আমি নিশ্চিত এক দিন একটু একটু করে গ্রানাইট ,গ্রানাইট থেকে কঠিন নমনীয় ইস্পাতে পরিণত হয়ে যেতে পারবো ।
-তবে ?
তবে আর কি ! শুনতেও পাচ্ছি ,পরিষ্কার দেখতেও পাচ্ছি কিন্তু আমি দৃষ্টিহীন ।কানে একটু কালাও আছি ।শৈশবে ছিলাম না তবে এখন শিখে গেছি । রপ্ত করা খুব একটা সহজ ছিলো না কিন্তু পারিপাশ্বিক পরিবেশ ,পরিবেশের কিছু রক্ত চালিত মানব যন্ত্র আমায় শিখিয়ে নিয়েছে ।
এখন আমিও শুনেও কেমন না শোনার ভান করতে পারি ,দেখেও কেমন না দেখার ভান করতে পারি ।
একটা জিনিস খুব সহজ ,এর থেকে আলাদা হলে তুমি চলতে পারবে না ,তার চেয়ে বড় কথা যন্ত্র মানব তোমায় চলতে দেবে না ।
কিছু করতে যেও না ,পারলে নিজেকে একটা গ্রানাইটে পরিণত কর যা নরবেও না চরবেও না ।যার মধ্যে থাকবে না আবেগ দুঃখ অনুভূতি ।হাতুড়ির শত আঘাতেও বিদীর্ণ হবে না,বেরবে না এক ফোঁটা রক্ত ।
অর্থের গন্ধে মুখে হাসি ,হৃদয় হবে টিভির পর্দার প্রেম মায়া মমতার সাগর চোখের কোনে আসলেও আসতে পারে দু এক ফোঁটা জল ।
পর্দার বাইরে তিন টাকা খরচ করতে হবে মাসের শেষ ,হাত টান ।হোক না সে মাস গেলে ত্রিশ হাজার আয় ।
এই মনানী সত্যি রে ছাত্র ছাত্রীদের পড়াতে পড়াতে আমিও এক ভালো ছাত্র হয়ে গিয়েছিরে ।প্রতিটা পদক্ষেপে হোচট খাচ্ছি ঠিকই কিন্তু অনেক কিছু শিখছি ।দেখ শরীরের অবয়ব খোলটা কেমন শক্ত হয়ে আসছে ।আমি নিশ্চিত এক দিন একটু একটু করে গ্রানাইট ,গ্রানাইট থেকে কঠিন নমনীয় ইস্পাতে পরিণত হয়ে যেতে পারবো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ২৭/০৫/২০১৭সুন্দর হয়েছে। শুভেচ্ছা জানাচ্ছি
-
শাহারিয়ার ইমন ২৬/০৫/২০১৭ভাল