ক্লোরোফিলে বিষ
অতএব শুরু করে দে ,নতুন করে জীবনধারণ ,আর হয়তো আগের মতো সবকিছু থাকবে না ।সব কিছুই তো পাল্টাচ্ছে আমাদের চারিপাশ ,আমাদের দেখা না দেখা সবকিছু ।কমছে সবুজ বাড়ছে ধোঁয়া খাদ্যে বিষ । এক দিন বিবেক জাগ্রত করে ঘটা করে পালন করার দিন ।
আজ হয়তো ঘটা করে লোক দেখানো বিবেক জাগ্রত হয়েছিল । কংক্রিটের নিরাপদ দেওয়াল ছেড়ে পৌছে গিয়েছিল আদিম আস্তানায় ।
পরিধান তখন হয়তো ম্যাচিসের খাপে ধরা পরবে ।বৃষ্টি তে তখন হয়তো আর কোন আনকোরা ছেলেমেয়ে ভিজবে না ।পাছে বৃষ্টির পরশে ধুয়ে যায় শরীর থেকে দামি রাসায়নিক ।ভালোবাসা হবে আধুনিক ,কমতে কমতে রাস্তার ধারের সহজলোভ্য হোটেল রুমের দশ মিনিটের থ্রিলার অ্যাকসেন ফ্লিম ।
আর হয়তো আকাশ ভাঙা মেঘে বৃষ্টি নামবে না ।বহু দিনের চেনা অথচ নতুন করে আবিষ্কার করা দুটি হৃদয় ভিজতে ভিজতে হেটে যাবেনা নিরুদ্দেশের পথে ।
আজ হয়তো ঘটা করে লোক দেখানো বিবেক জাগ্রত হয়েছিল । কংক্রিটের নিরাপদ দেওয়াল ছেড়ে পৌছে গিয়েছিল আদিম আস্তানায় ।
পরিধান তখন হয়তো ম্যাচিসের খাপে ধরা পরবে ।বৃষ্টি তে তখন হয়তো আর কোন আনকোরা ছেলেমেয়ে ভিজবে না ।পাছে বৃষ্টির পরশে ধুয়ে যায় শরীর থেকে দামি রাসায়নিক ।ভালোবাসা হবে আধুনিক ,কমতে কমতে রাস্তার ধারের সহজলোভ্য হোটেল রুমের দশ মিনিটের থ্রিলার অ্যাকসেন ফ্লিম ।
আর হয়তো আকাশ ভাঙা মেঘে বৃষ্টি নামবে না ।বহু দিনের চেনা অথচ নতুন করে আবিষ্কার করা দুটি হৃদয় ভিজতে ভিজতে হেটে যাবেনা নিরুদ্দেশের পথে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৫/১২/২০১৬আরও বড় হলে ভাল হত। চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ লিখেছেন কবি। ভাল লিখুন ভাল থাকুন।