শ্যামশ্রীর হৃদস্পর্শ
গর্ভগৃহ থেকে সদ্য জন্মানো শিশুর স্নিগ্ধ দৃষ্টি দিয়ে
দেখেছি এক পারিজাত কুসুম;
সে যে তুমি, সে কি জানো?
শ্যামবর্ণ লাবন্যের লোভে
আমি ছুটে বেড়াই মৃত্তিকার বুকে,
তোমার আবডালে।
অক্ষম বাসনার অপ্রত্যক্ষ সাক্ষী নেই,
নেই মুখোশমালার তিল পরিমান চিহ্ন,
তোমার শ্যামশ্রী বদনে;
স্বতঃফূর্ত স্বর্বসান্ত হয়ে যেতেও আমার কসুর নেই,
নেই কার্পণ্য ভালবাসতে তোমায় এতটুকু।
ঐশ্বর্যের নিষাদ-ভয়,
পঞ্চায়েতের শাসন;
কে টলিবে এ প্রেম?
আষ্টে-পৃষ্টে এমন সম্পর্ক-পদবী জড়িয়ে নিয়েছি,
উড্ডীন পতঙ্গ নগ্ন পায়ে আমাদের ছুঁয়েই বিপর্যস্ত!
রণশৃঙ্গে এ আমার মর্মছেঁড়া প্রতিজ্ঞা।
দেখেছি এক পারিজাত কুসুম;
সে যে তুমি, সে কি জানো?
শ্যামবর্ণ লাবন্যের লোভে
আমি ছুটে বেড়াই মৃত্তিকার বুকে,
তোমার আবডালে।
অক্ষম বাসনার অপ্রত্যক্ষ সাক্ষী নেই,
নেই মুখোশমালার তিল পরিমান চিহ্ন,
তোমার শ্যামশ্রী বদনে;
স্বতঃফূর্ত স্বর্বসান্ত হয়ে যেতেও আমার কসুর নেই,
নেই কার্পণ্য ভালবাসতে তোমায় এতটুকু।
ঐশ্বর্যের নিষাদ-ভয়,
পঞ্চায়েতের শাসন;
কে টলিবে এ প্রেম?
আষ্টে-পৃষ্টে এমন সম্পর্ক-পদবী জড়িয়ে নিয়েছি,
উড্ডীন পতঙ্গ নগ্ন পায়ে আমাদের ছুঁয়েই বিপর্যস্ত!
রণশৃঙ্গে এ আমার মর্মছেঁড়া প্রতিজ্ঞা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ০৫/১২/২০১৯অসাধারণ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৪/১২/২০১৯ভাল হয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১২/২০১৯লিখতে থাকুন। শুভকামনা।
-
নাসরীন আক্তার রুবি ০৪/১২/২০১৯ভাল লাগল।
-
হাসান ইবনে নজরুল ০৪/১২/২০১৯কঠিন প্রতিজ্ঞা বলতেই হবে! একজন খাঁটি প্রেমিকের যেমনটা হওয়া উচিৎ ঠিক তেমনই। প্রিয় যদি শ্যাম হয় তাহলে ঔ শ্যামই যে শ্রী তা প্রিয়ে ছাড়া কে বুঝবে!