www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমান্তরালে স্থাপন

হৃদয়ের পাঠ্যপুস্তকে এখনও অনুপস্থিত তোমার গল্প-
গল্পের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করতে পারেনি বলে,
সত্যোন্মোচন ঘটেনি তোমার উপেক্ষার!
তাই বার বার আঙ্গিকের আলোচনায় আলোচিত হবে তুমি-
আত্ননিমগ্ন এক মানুষের আত্মিক শিক্ষালয়ে।

আমার দারিদ্র জীবনের সুখ তৃষ্ণা শুধু তুমি,
কাল্পনিক ভাল থাকার সহচর বান্ধব হয়ে-
রূপ-বৈচিত্র্য ছড়িয়েছ সঙীন অবসরে একাকী নীরবে;
আমার অর্থহীন জীবনের অপ্রকাশিত শব্দের অভিধানে,
পেয়েছি বিস্ময়ের জাগরণ তোমার স্পর্শে!

বিশ্ববিধানের আস্থাবান চিত্তবৃত্তি থেকে খুঁজেছি এক নিপুণ মেলবন্ধন-
সর্বাপেক্ষা উপযোগী সমান্তরালে ভালবাসা স্থাপন করার প্রত্যায়ে,
নতুনভাবে আবিষ্কৃত পুরানো চেতনার সুস্পষ্ট উচ্চারণে-
তোমাকে চিৎকার করে বলতে চাই:
কপালিয়া কনকলতা,
আমি তোমাকে ভালবাসি আমার আনকোরা মনের গহীন থেকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০৩/০১/২০২০
    Excellent
 
Quantcast