স্বপ্ন এবং তুমি
তুমি আমার ঘুমন্ত চোখে স্বপ্নাচ্ছন্নের দৃষ্টি
স্বপ্নগুলোকের ওপরে যখন সুযোগ পাও
খসে পড়া তারা-র মতো ঘুরে বেড়াও।
আবার কখনো, দুঃস্বপ্নের মতো
এই বুঝি ধ্বংস করে দেবে স্বপ্নলোক
মিশিয়ে দেবে বাতাসের সঙ্গে-সেকি আত্ম চিৎকার!
নিজেকে বলি, শক্ত করে ধরো,
কিন্তু ধরার মতো কিছুই থাকে না।
২১শে নভেম্বর ২০২৪
আশুলিয়া, ঢাকা।
স্বপ্নগুলোকের ওপরে যখন সুযোগ পাও
খসে পড়া তারা-র মতো ঘুরে বেড়াও।
আবার কখনো, দুঃস্বপ্নের মতো
এই বুঝি ধ্বংস করে দেবে স্বপ্নলোক
মিশিয়ে দেবে বাতাসের সঙ্গে-সেকি আত্ম চিৎকার!
নিজেকে বলি, শক্ত করে ধরো,
কিন্তু ধরার মতো কিছুই থাকে না।
২১শে নভেম্বর ২০২৪
আশুলিয়া, ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২৫/১১/২০২৪অসাধারণ। শুভকামনা।
-
ফয়জুল মহী ২৩/১১/২০২৪Wonderful
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/১১/২০২৪সাবলীল সুন্দর।
-
suman ২২/১১/২০২৪সুন্দর লেখনী...