নির্জন রাতের বুকে বিচরন
ভোরের কুয়াশা ভেদ করে ঘুম কাতর দু'চোখে
পৌছে দাও সকালের মিষ্টি রোদ,
শুন্য চায়ের কাপে টুংটাং ছন্দে ভর্তি হোক উষ্ণ মমতাবোধ।
ফুলে ফুলে উড়ুক রঙ্গীন প্রজাপ্রতি
কুয়াশায় ছড়িয়ে যাক ভালবাসা,
তোমার পরশ পেতে শিশির সিক্ত পায়ে
সহস্র মাইল নির্ভয়ে পেরিয়ে আসা।
লাল দালানে ঝুলাবো প্রেমের ব্যানার
কার্নিসে দোলাবো দুই জোড়া পা,
পাশাপাশি হাত ধরে বসে রবো একসাথে
প্রাণ খুলে শোনাবো কথা ছিলো যা।
পাতাঝরা বনে হাটবো দু'জনে
কাটাবো নির্জন নিশ্চুপ রাত,
ঝিঁ-ঝিঁ পোকা দিবে পাহারা
পথ দেখাবে পান্ডুর চাঁদ;
মায়াময় সে রাত যেন না ফুরোয়
দেখতে চাই না সকাল,
এভাবেই যেন কাটে শত শত কাল।
পৌছে দাও সকালের মিষ্টি রোদ,
শুন্য চায়ের কাপে টুংটাং ছন্দে ভর্তি হোক উষ্ণ মমতাবোধ।
ফুলে ফুলে উড়ুক রঙ্গীন প্রজাপ্রতি
কুয়াশায় ছড়িয়ে যাক ভালবাসা,
তোমার পরশ পেতে শিশির সিক্ত পায়ে
সহস্র মাইল নির্ভয়ে পেরিয়ে আসা।
লাল দালানে ঝুলাবো প্রেমের ব্যানার
কার্নিসে দোলাবো দুই জোড়া পা,
পাশাপাশি হাত ধরে বসে রবো একসাথে
প্রাণ খুলে শোনাবো কথা ছিলো যা।
পাতাঝরা বনে হাটবো দু'জনে
কাটাবো নির্জন নিশ্চুপ রাত,
ঝিঁ-ঝিঁ পোকা দিবে পাহারা
পথ দেখাবে পান্ডুর চাঁদ;
মায়াময় সে রাত যেন না ফুরোয়
দেখতে চাই না সকাল,
এভাবেই যেন কাটে শত শত কাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
sudipta chowdhury ২৬/১২/২০১৯That moment becomes very enjoyable and loveable when our loving person is with us.
-
ফয়জুল মহী ২৬/১২/২০১৯নিপুণ লিখনশৈলি ।