www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুহৃদ স্হালন

প্রিয়তমা,
তোমার পক্ককেশ কেমন দেখায় এখন?
শিমুল তুলো নাকি শুভ্র কাঁশবন?
অনঙ্গ আঁখি ক্রান্দন করেনা আর-
আমার শোকে,
অজ্ঞাত স্বপনে নিদ্রা না খন্ডে রাত গভীরে,
ঊষার ভোরে;
আমি চেয়ে দেখি শূন্য সরণি,
তুমি আসোনা হেলে-দুলে চুনরিপদে!

ফুসরত পাও কি বিবাদ করার সমন্নত দালানে?
অশ্মতে মাথা ঠুকে পেলব পরাণ করেনা চিৎকার অকারনে?
বুকের ভিতর বাড়ছে পাতক,
বিদিষ্ট অভ্যাসে মোর কাটে বারো মাস;
সহজ প্রবৃত্তি জলে ডোবা লাশ।

উপেক্ষা করে কি পুত্র-দূহিতা?
ছিলে তো বরের তুমি প্রানপ্রিয় বনিতা!
ফলপ্রদ উক্তি সব রেখো স্মরণে,
সৌভাগ্য রবে কাছে পাশাপাশি মরনে;
আমার জীবনও সমাপনের পথে আটকে আসছে দম,
নিকেতন আমার তাই বৃদ্ধাশ্রম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অভিব্যক্তি অসাধারণ
  • অপূর্ব কাব্য
  • ভালো লাগলো।
  • আব্দুল হক ০৮/১২/২০১৯
    ধন্যবাদ!
 
Quantcast