শৃঙ্খলতার শেকল
বেশ তো ফিরে যাও যেখানে খুশি যেভাবে খুশি,
থাকুক কিছু গল্প জমা মিথ্যা দোষা-দোষী;
লাগিয়ে দিলাম মনের দুয়ার করুণ প্রেমের সুর,
আমি না হয় তোমার ক্রোধে যাবো বহুদুর।
তোমার আমার মন মালিন্য যেন চীনের প্রাচীর,
আবেগ গুলো বিলীন প্রায় ভাঙ্গা নদীর তীর;
ইচ্ছা গুলো গ্যাসে ভরা রংবেরংয়ের বেলুন,
ভাড়াটিয়া সন্ত্রাসীতে ভালবাসা খুন।
হৃদয় জুড়ে বইছে তুফান কাঁপছে থরে থর,
এপিট-ওপিট দুটি মানুষ তবুও মোরা পর;
চাই না অনেক প্রেমের শর্ত চাই না অধিক সুখ,
কি লাভ হবে অনেক থেকে যদি থাকে শুন্য বুক?
একটা চিঠি আবার লিখো একটু সুযোগ করে,
এক্ষুনি নয় একযুগ পর তারও অনেক পরে;
তোমার শোকে নিথর দেহ প্রাণ হচ্ছে বিকল,
গলায় আমার ঝুলছে দেখো শৃঙ্খলতার শেকল।
থাকুক কিছু গল্প জমা মিথ্যা দোষা-দোষী;
লাগিয়ে দিলাম মনের দুয়ার করুণ প্রেমের সুর,
আমি না হয় তোমার ক্রোধে যাবো বহুদুর।
তোমার আমার মন মালিন্য যেন চীনের প্রাচীর,
আবেগ গুলো বিলীন প্রায় ভাঙ্গা নদীর তীর;
ইচ্ছা গুলো গ্যাসে ভরা রংবেরংয়ের বেলুন,
ভাড়াটিয়া সন্ত্রাসীতে ভালবাসা খুন।
হৃদয় জুড়ে বইছে তুফান কাঁপছে থরে থর,
এপিট-ওপিট দুটি মানুষ তবুও মোরা পর;
চাই না অনেক প্রেমের শর্ত চাই না অধিক সুখ,
কি লাভ হবে অনেক থেকে যদি থাকে শুন্য বুক?
একটা চিঠি আবার লিখো একটু সুযোগ করে,
এক্ষুনি নয় একযুগ পর তারও অনেক পরে;
তোমার শোকে নিথর দেহ প্রাণ হচ্ছে বিকল,
গলায় আমার ঝুলছে দেখো শৃঙ্খলতার শেকল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুর হোসেন ০৬/০১/২০২০Thank You Dear
-
sudipta chowdhury ২৭/১২/২০১৯Some people don't stay in the boundary of traditional rules and regulations. They want to do new things after breaking these rules and regulations.
-
নাদেরা ফারনাছ শিমূল ২৭/১১/২০১৯ভাল লাগার মত একটি কবিতা।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৭/১১/২০১৯চমৎকার উপস্থাপনা
-
সাইয়িদ রফিকুল হক ২৭/১১/২০১৯ভালো লাগলো।
ব্লগে স্বাগতম। আর শুভেচ্ছা। -
সাইফ উদ্দিন সায়েম ২৬/১১/২০১৯বাস্তবতা। কঠিন হলেও মেনে নিতে হবে। এরই নাম জীবন। এরই নাম ভালোবাসা
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৬/১১/২০১৯ভাললাগলো। লিখে যান