হারানো নতুন বছর স্মরণে
কেমন আছিস তোরা?
রাতিন আর কবিতা-
শিল্পী, কনিকা, রুবাইয়া-রুমেল কানন ও সাহানা;
চিরচেনা মুখগুলো ঝাপসা হয়ে গেল দেখিনা অনেকদিন!
ঠিকানাও অজানা।
বাড়িওয়ালাকে ঘুষ দিয়ে যে ছাদ নিতাম ভাড়া,
সে ছাদে আজ শ্যাওলা পড়েছে নেই থার্টিফাস্টের তাড়া;
আটটি নতুন বছর সবাই মিলে হয়নি উদযাপন-
ব্যস্ত সবাই দেশ বিদেশের বহুদুরে,
তবুও আছি আপন।
মিনিট-ঘন্টা, দিন-মাস-
বছর ঘুরে আসে নতুন সাল
কেউ সাঁজায় দোকান বাড়ী,
কেউ ফোঁটায় বাজি-
কেউ কাটে কেক আর কেউ নেশায় টাল!
আমরা সবাই বদলে গেছি বদলে গেছে জীবন,
সময়টা রঙ্গীন বটে নিয়তি নির্মম তেমন;
বন্ধু তোরা ভালো থাকিস কামনা এটাই বার বার-
শুভেচ্ছা ও ভালবাসা নিস সবাই হ্যাপি নিউ ইয়ার।
রাতিন আর কবিতা-
শিল্পী, কনিকা, রুবাইয়া-রুমেল কানন ও সাহানা;
চিরচেনা মুখগুলো ঝাপসা হয়ে গেল দেখিনা অনেকদিন!
ঠিকানাও অজানা।
বাড়িওয়ালাকে ঘুষ দিয়ে যে ছাদ নিতাম ভাড়া,
সে ছাদে আজ শ্যাওলা পড়েছে নেই থার্টিফাস্টের তাড়া;
আটটি নতুন বছর সবাই মিলে হয়নি উদযাপন-
ব্যস্ত সবাই দেশ বিদেশের বহুদুরে,
তবুও আছি আপন।
মিনিট-ঘন্টা, দিন-মাস-
বছর ঘুরে আসে নতুন সাল
কেউ সাঁজায় দোকান বাড়ী,
কেউ ফোঁটায় বাজি-
কেউ কাটে কেক আর কেউ নেশায় টাল!
আমরা সবাই বদলে গেছি বদলে গেছে জীবন,
সময়টা রঙ্গীন বটে নিয়তি নির্মম তেমন;
বন্ধু তোরা ভালো থাকিস কামনা এটাই বার বার-
শুভেচ্ছা ও ভালবাসা নিস সবাই হ্যাপি নিউ ইয়ার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০২/০১/২০২০
-
নুর হোসেন ০২/০১/২০২০ধন্যবাদ ভালোবাসা নিবেন।
-
মাহামুদুল হাসান শোভন ০১/০১/২০২০নতুন বছরের শুভেচ্ছা
-
ফয়জুল মহী ০১/০১/২০২০অনেক অনেক সুন্দর লিখেছেন । আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ৩১/১২/২০১৯ভালো লাগলো।
নতুন বছরের শুভেচ্ছা রইলো।