ফিরে এসো বাঁচি আবার একসাথে
কৃষ্ণকলি,
এখন তুমি ষোল বছরের কিশোরী নও,
তেইশ বছরে সদ্য বিধবা নারী;
কি আজব ইচ্ছা বিধাতার!
কেড়ে নিলো তোমার-
হাটা চলার ছন্দ, প্রিয় অলংকার,
জমিয়ে দিলো চোখে চিন্তার কালি;
জীবনটা এমন কেন?
শান্ত নদীর বুকে চোরাবালি।
ভাগ্য দুঃখীর সাথে করে উপহাস
বেঁচে থেকে আমিও আজ তুমিহীনা লাশ,
কোন কালে মন ভুলে করেছি কি পাপ
তুমি হলে অন্যের,
মনে পরিতাপ।
কুক্ষনে জড়িয়ে ছিলাম তোমার সাথে,
কয়েক বছর বা কিছু দিন;
পাহাড়সম চাওয়া পাওয়ায় জমছে কিছু ঋণ,
পাওনা ঋণের ছলে এসে ফিরে নিভৃতে
ভুলে যাও সব ক্লেশ মোহ পিছু টান,
গলা ছেড়ে গাই চলো সব হারানোর গান।
এখন তুমি ষোল বছরের কিশোরী নও,
তেইশ বছরে সদ্য বিধবা নারী;
কি আজব ইচ্ছা বিধাতার!
কেড়ে নিলো তোমার-
হাটা চলার ছন্দ, প্রিয় অলংকার,
জমিয়ে দিলো চোখে চিন্তার কালি;
জীবনটা এমন কেন?
শান্ত নদীর বুকে চোরাবালি।
ভাগ্য দুঃখীর সাথে করে উপহাস
বেঁচে থেকে আমিও আজ তুমিহীনা লাশ,
কোন কালে মন ভুলে করেছি কি পাপ
তুমি হলে অন্যের,
মনে পরিতাপ।
কুক্ষনে জড়িয়ে ছিলাম তোমার সাথে,
কয়েক বছর বা কিছু দিন;
পাহাড়সম চাওয়া পাওয়ায় জমছে কিছু ঋণ,
পাওনা ঋণের ছলে এসে ফিরে নিভৃতে
ভুলে যাও সব ক্লেশ মোহ পিছু টান,
গলা ছেড়ে গাই চলো সব হারানোর গান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৪/১২/২০১৯আসা হয়তো য়ায় ফিরে, কিন্ত সমাজ যে মানতে চায়না অনেক কিছু।
-
হাসান ইবনে নজরুল ০৪/১২/২০১৯করুণ চিত্র। শুভকামনা প্রিয় কবি
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৪/১২/২০১৯বেদনা দায়ক