অভেদ কাব্য
অচেনা সীমন্তনীর মেঘ কালো কুন্তুল ছড়ালো যখন
আদিত্যের আলোকে,
তুরগ ছুটিলো বুকের ভিতর
শাখী ডালে পাখি গায় মধুর সুধা;
মৃগাঙ্ক ম্লান তার রুপবস্ত্রে,
আমি দিশেহারা-
আলয় চ্যুত;
ঝাপ দিয়েছি ঘোরে প্রীতি বৈশ্বানরে।
অম্বু তৃষ্টা মিটেনা সমীরণ খেয়ে
বারীন্দ্র বুকে লবন-
ফুটেনা তাই অরবিন্দ প্রসূন;
অননুমেয় সুপ্তিতে এসে যায়
যা দেখি তা নয় অভ্রভেদী নেত্র ভুল!
পরিতোষ খেলে ক্লেশপুর্ন মনে,
কখনোই ভাবিনি দেহাংশ প্রেমে ব্যাকুল।
মানেনা বাঁধন বিহিতক শাসন-বারণ
একীভাব মোরা প্রেমিক যুগল,
ভুলে গেছি গোত্র,
পরমাত্মার বানী;
তৃপ্তির ঢেঁকুর তুলে খাই বিষফল!
লোকান্তর প্রাপ্তিও সহজ হয়ে যায়,
প্রেমিক ছাড়া অনম্বর পাগল কে আছে এমন?
আদিত্যের আলোকে,
তুরগ ছুটিলো বুকের ভিতর
শাখী ডালে পাখি গায় মধুর সুধা;
মৃগাঙ্ক ম্লান তার রুপবস্ত্রে,
আমি দিশেহারা-
আলয় চ্যুত;
ঝাপ দিয়েছি ঘোরে প্রীতি বৈশ্বানরে।
অম্বু তৃষ্টা মিটেনা সমীরণ খেয়ে
বারীন্দ্র বুকে লবন-
ফুটেনা তাই অরবিন্দ প্রসূন;
অননুমেয় সুপ্তিতে এসে যায়
যা দেখি তা নয় অভ্রভেদী নেত্র ভুল!
পরিতোষ খেলে ক্লেশপুর্ন মনে,
কখনোই ভাবিনি দেহাংশ প্রেমে ব্যাকুল।
মানেনা বাঁধন বিহিতক শাসন-বারণ
একীভাব মোরা প্রেমিক যুগল,
ভুলে গেছি গোত্র,
পরমাত্মার বানী;
তৃপ্তির ঢেঁকুর তুলে খাই বিষফল!
লোকান্তর প্রাপ্তিও সহজ হয়ে যায়,
প্রেমিক ছাড়া অনম্বর পাগল কে আছে এমন?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০২/২০২০অনন্য সুন্দর
-
নুর হোসেন ১৫/১২/২০১৯ধন্যবাদ
-
স্বপন গায়েন ১৩/১২/২০১৯সুন্দর।।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৭/১২/২০১৯লেখনি ভাল, তবে সাধারন পাঠকের বোধগম্য দুস্কর।
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১২/২০১৯ভালো।
কিন্তু এতো কঠিন শব্দ যে! -
অবিরুদ্ধ মাহমুদ ০৬/১২/২০১৯চমৎকার