নুর হোসেন
নুর হোসেন -এর ব্লগ
ক্রমানুসার:
-
আমি নীল জলে ডুবে হয়ে যাবো ডলফিন
কিংবা হবো উদাসী আকাশের গাঙচিল,
আজন্মের পাপ নিয়ে দাড়িয়ে থাকবো তালগাছ হয়ে;
বজ্রপাতে চমকিত ঝড় মাথায় নিয়ে তোমার অপেক্ষায়, [বিস্তারিত] -
বেশ তো ফিরে যাও যেখানে খুশি যেভাবে খুশি,
থাকুক কিছু গল্প জমা মিথ্যা দোষা-দোষী;
লাগিয়ে দিলাম মনের দুয়ার করুণ প্রেমের সুর,
আমি না হয় তোমার ক্রোধে যাবো বহুদুর। [বিস্তারিত]