তোমাকে চেয়েছি
তোমাকে চেয়েছি গোধূলী সায়াহ্নে
তোমাকে চেয়েছি কাশ ফুলের নরম ছোঁয়ায়
তুমি কি দিতে পেরেছো তা ! পারোনি,
ফণীমনসার কাঁটা'ই ফুটিয়ে গেলে শুধূ
মোর হৃদয় মসজিদে।
তোমাকে প্রথম যেদিন দেখে
এই আঁখি তারা,
হৃদয় ভেসে যায় স্বপ্নের পুলিনে
সেতারের তারের মূর্চ্ছনার লহরী
সৃষ্টি করেছিলো হিমালয় পর্বত।
সেই তার'কে তুমি দিলে ছিঁড়ে !
জীবন'কে করে তুললে সুরহীন।
আমার বেদনা বায়ু ভরে
তোমার বীণাতে দেয়'কি নাড়া ?
আমার নিভৃত আঁখি জল
ঝরায় (?) তোমার আঁখি ধারা !
এখন আমি নিশীথে নির্জনে একাকী
রাতের আকাশ অপলক দৃষ্টিতে
আছে চেয়ে আমার পানে,
তারারা অশ্রু বর্ষণ করে আমার লাগি।
তোমাকে চেয়েছি কাশ ফুলের নরম ছোঁয়ায়
তুমি কি দিতে পেরেছো তা ! পারোনি,
ফণীমনসার কাঁটা'ই ফুটিয়ে গেলে শুধূ
মোর হৃদয় মসজিদে।
তোমাকে প্রথম যেদিন দেখে
এই আঁখি তারা,
হৃদয় ভেসে যায় স্বপ্নের পুলিনে
সেতারের তারের মূর্চ্ছনার লহরী
সৃষ্টি করেছিলো হিমালয় পর্বত।
সেই তার'কে তুমি দিলে ছিঁড়ে !
জীবন'কে করে তুললে সুরহীন।
আমার বেদনা বায়ু ভরে
তোমার বীণাতে দেয়'কি নাড়া ?
আমার নিভৃত আঁখি জল
ঝরায় (?) তোমার আঁখি ধারা !
এখন আমি নিশীথে নির্জনে একাকী
রাতের আকাশ অপলক দৃষ্টিতে
আছে চেয়ে আমার পানে,
তারারা অশ্রু বর্ষণ করে আমার লাগি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম,এ,মতিন ০৭/০৬/২০১৭
-
শাহারিয়ার ইমন ২৫/০৫/২০১৭বাহ
-
আলম সারওয়ার ২৪/০৫/২০১৭ভাল লাগল আমার লেখাকে ।শুভেচ্ছা থাকল আমার জন্য
-
রেজাউল আবেদীন ২৪/০৫/২০১৭বেদনা ......! একাকী ... হলে ও অশ্রু বারি তাতে বইবেই !
-
রেজওয়ান উল হক জীবন ২৪/০৫/২০১৭চাইতে থাকুন।
সুন্দর কবিতা চাই আরো -
সাঁঝের তারা ২৪/০৫/২০১৭অপূর্ব...শুভেচ্ছা ...
প্রতিটি আবলীতে অসাধারণ প্রকাশ !