চাওয়া - পাওয়া
আমি ভোরের পবিত্র হাওয়া চেয়েছিলাম
যে মনে এনে দেবে শান্তির পরশ
আর জুড়িয়ে দেবে বুক,
কিন্তু এই ঝড় তো চায়নি কোন দিন
যে দানব রূপে আসবে কাছে
উড়িয়ে দেবে স্বপ্নের রঙে রাঙানো স্বপ্নের নীড়
কাঁদবে জীবন !
আমি আলো চেয়েছিলাম
প্রভাতের পবিত্র নরম আলো
কিন্তু লেলিহান আগুন তো চায়নি কোন দিন
যে আগুন মাতবে সর্বনাশের খেলায়
পুড়বে জীবন !
আমি রূপালী বৃষ্টি চেয়েছিলাম
যার মাঝে সুপ্ত থাকবে গুপ্ত প্রাণের সম্ভাবনা
কিন্তু এমন বৃষ্টি তো চায়নি কোন দিন
যে রঙিন স্বপ্নকে খড় কুটোর মতো ভাসিয়ে দেবে
ডুববে জীবন !
আমি ভিজে মাটির সোঁদা গন্ধ চেয়েছিলাম
যে গন্ধে মন হবে মাতোয়ারা
কিন্তু বারুদের গন্ধ তো চায়নি কোন দিন
যা মায়ের বক্ষ করবে শূন্য
হৃদয়ে দেবে ক্লেশ !
আমি ভালোবাসা চেয়েছিলাম
যার কোমল পরশে এ জীবন হবে সার্থক
কিন্তু এমন ভালোবাসা তো চায়নি কোন দিন'ই
যা কাঁদাবে জীবন,
তবু শেষ পর্যন্ত তাই জুটলো শুধু!
যে মনে এনে দেবে শান্তির পরশ
আর জুড়িয়ে দেবে বুক,
কিন্তু এই ঝড় তো চায়নি কোন দিন
যে দানব রূপে আসবে কাছে
উড়িয়ে দেবে স্বপ্নের রঙে রাঙানো স্বপ্নের নীড়
কাঁদবে জীবন !
আমি আলো চেয়েছিলাম
প্রভাতের পবিত্র নরম আলো
কিন্তু লেলিহান আগুন তো চায়নি কোন দিন
যে আগুন মাতবে সর্বনাশের খেলায়
পুড়বে জীবন !
আমি রূপালী বৃষ্টি চেয়েছিলাম
যার মাঝে সুপ্ত থাকবে গুপ্ত প্রাণের সম্ভাবনা
কিন্তু এমন বৃষ্টি তো চায়নি কোন দিন
যে রঙিন স্বপ্নকে খড় কুটোর মতো ভাসিয়ে দেবে
ডুববে জীবন !
আমি ভিজে মাটির সোঁদা গন্ধ চেয়েছিলাম
যে গন্ধে মন হবে মাতোয়ারা
কিন্তু বারুদের গন্ধ তো চায়নি কোন দিন
যা মায়ের বক্ষ করবে শূন্য
হৃদয়ে দেবে ক্লেশ !
আমি ভালোবাসা চেয়েছিলাম
যার কোমল পরশে এ জীবন হবে সার্থক
কিন্তু এমন ভালোবাসা তো চায়নি কোন দিন'ই
যা কাঁদাবে জীবন,
তবু শেষ পর্যন্ত তাই জুটলো শুধু!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজওয়ান উল হক জীবন ২২/০৫/২০১৭বেশ!
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৫/২০১৭ভালো লাগলো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৫/২০১৭বেশ পরিণত কবিতা। ভালো লেখা। অনেক শুভেচ্ছা নেবেন কবি।