www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মোহযান

মগ্ন চোখে,ভগ্ন বুকে
কল্পতরু সৃষ্টি সুখে,
অভ্রভেদী শীতল ফেণী
বিষ ছড়াচ্ছে অন্ধ জ্ঞানী।

অম্ল মনে,কল্কি যানে
যজ্ঞ করে দ্বন্দ আনে,
কল্প জ্ঞানের মিথ্যা বাণে
অহংকারে আকাশ ভেদী।

শ্রান্ত ক্ষণে,রিক্ত প্রাণে
ক্লান্ত শরীর মুক্তি আনে,
চিন্তা চেনা ছকে আঁটা
মুক্তি সেথা পায়না দেখা।

অজ্ঞ বামুন,মূর্খ মিঞা
রঙ চুবিয়ে চাদর পাতে,
শূন্য পেটে,কাঁদছে মানুষ
ধর্মগুরু ঝাড়ছে ফানুস।

যক্ষ্মা সাজে,রক্ষা নাচে
ধোঁয়া যেথা বন্যা আনে,
মোহ হেথায় কল্কি টানে
হিংসা ছড়ায় দৈব জ্ঞানে !

ভক্তরা সব পড়ছে লুটি
অস্ত্র হাতে যাচ্ছে ছুটি;
রাম রহিমের পৈতে টুপি
পথের ধারে পড়ছে টুটি।

শয়তান আজ সোফায় বসে
দাঙ্গা জুড়ে ফায়দা লুটে ;
ধান্দা বাজের মন্দ ফাঁদে
রক্ত যে তোর ভীষণ ফুটে !

তামাম বিশ্ব আনাই কানায়
সৃষ্টি সুখের ফলক বানায়;
ভারত হেথায় উল্টো রথে
ধর্মের মোহ বাঁধছে যোশে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ ভালো।
  • Animesh Chatterjee ১৭/০৫/২০১৭
    কি সুন্দর ছন্দ ও প্রাজ্ঞ ভাষার সমন্বয়ে নির্মেদ অবয়ব।অর্থে ও চেতনায় সমুজ্জল।কুর্নিশ আপনার কলমকে।শতকোটী প্রণাম ও সেলাম রইল।💚
  • আতাম মিঞা ১৭/০৫/২০১৭
    সমালোচনা ও ভ্রম সংশোধনে সাহায্য করবেন।মন্দ-দ্বন্দ-আনন্দ-নিরান্দ সমভাবে গ্রহণীয়।
  • কবিতাটি একঢোকে পান করেছি!
 
Quantcast