www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অ্যাব্রিভিয়েশন

শুধু কত্রি তেই আটকে গেল চোখ !
কবিতার দেহসৌষ্ঠবেই মগ্ন মৌনাক আঁখি পল্লব!
কে তুই তক্ষক না মূত্রমনা ?
ধর্মের বিষবাষ্প খুঁজিস আবাল-ছাবালের মতো।
কবিতার অন্তঃপুরে প্রবেশের সাধ্য তোর কই?


সাধ্যই যদি নাই
তবে মিছে কেন যাস, কবিতার মুলি লেহন?
লেহনে হৃদয় না থাকলে ইউরিনই পাবি,প্রাণ মিলবে কোথায় !


মানবতার ধর্ষকদের বাহাবা দিস কোন এলেমে?
দুষ্টের দমন,সৃষ্টিকে বাঁচাতে নিয়েছিলো দেবী যা হাতে,
আর এখন সৃষ্টির বিনাশে,দুষ্টুকে বাঁচাতে
দাজ্জাল মুষ্টিবদ্ধ করেছে যে তাকে।


যদি তাই ভালোবাসিস
তাসের দেশের স্বপ্ন দুচোখে আঁকিস
তবে তোর মতো আহাম্মক আর কে আছে,
এই ব্রহ্মার সংসারে।


কবর খোঁড়ার পর
মৃতা শ্রোণী গহ্বরে
তুই সোমরসের স্বাদ পাস!
ভাইরাসিত মুলি যদি তোর সম্বল,
নিশীথ রজনীতো তবে তোর কম্বল !


তবে শুনে রাখ পিশাচের দল
বলি থাকনা কত্রি-র আগায় ,
যদি আবার কখনো গোধরা আসে,
যদি আবারও কখনো মাতৃ যোনী ভেদে
ভ্রূণ আনত হয় যোগীর কাছে
উড়াতে ধর্মের রংরুটের ফানুস,
তখন ইস্--
ত্রিটা অন্তত তাঁর কৌলিন্য ও সতীত্ব হারাবেনা !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তবে.....
  • মধু মঙ্গল সিনহা ১৩/০৫/২০১৭
    ভালো লাগলো।
  • বিষয় ভালো। তবে...
  • সম্ভবত, কবি শ্রীজাতর কবিতা নিয়ে অনাকাঙ্খিত হইচই নিয়েই এই কবিতার অবতারণা৷
  • শাহারিয়ার ইমন ১২/০৫/২০১৭
    ......
 
Quantcast