www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভোটের ওয়াদা

মাঠে ঘাটে টাইলস লাগাবো,
কাদা-পানি থাকবে না!
হাওর-বাওড়ে ছাদ করবো
রোদ-বৃষ্টি ছুঁইবে না!
.
আম গাছে তাল ধরবে,
আসতে পারি যদি!
মানুষের জন্যই করি রাজনীতি,
চাই না কভু গদি!
.
পায়ে ধরি দয়া করে
ভোটটা যদি দেন,
ডিজিটালে টাল মারবে দেশ
শুধু দোআ রাখবেন!
.
উন্নয়নের বইবে জোয়ার
শুধুই ভোটটা দিবেন।
রাস্তায় চড়বেন রিকশা-নৌকা
যদি আল্লাহ আনেন।
.
কি কি চাওয়া জলদি বলেন
এখনই সময় চাওয়ার,
পূরণ করবো সকল পাওয়া
এলে আমার সরকার।
.
বন্দিশালায় আর রবে না নারী
নারী পাবে মুক্তি!
রাস্তা-ঘাটে যেথায় সেথায়
শৃগাললীগ নেবে ভুক্তি।
.
দেশ দেবো না কারো হাতে,
রাখবো আপন করে!
ভোট কেন্দ্রে হবে না যেতে
আর কষ্ট করে।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৬১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ২৯/০৭/২০১৮
    রেটিং দেওয়ার সুযোগ থাকলে সর্বোচ্ছ রেটিং দিতাম।
  • মধু মঙ্গল সিনহা ২৯/০৭/২০১৮
    ভাল লিখেছেন।ভাল থাকুন,সুস্থ থাকুন।
 
Quantcast