www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কপট

কবিতায় লেখা,শব্দগুলো যেনো ,
ভ্রূকুটি করে চায়-  
কিভাবে ভুলে থাকি,অসহায় মুখ,
ফিলিস্তিন সিরিয়ায়।
বেদনা বিলাসে,কল্পনায় বুনে যাই,
প্রমোদে আমুদে কথা-  
ভালোবেসে কি,কখোনো ভেবেছি,
আলেপ্পো বাসির ব্যাথা।
ইয়াহুদি নাসারার,ষড়যন্ত্রের বলি,
কিছু দেশ কত প্রান-  
ভিজে কি যেতনা চোখ?এই শ্যামলিমা,
যদি হোতো আফগান ।
সভ্যতার কত,বৈঠকে চলে,
বিশ্ব মানবতার স্মরণ-  
ঘুমিয়ে বিশ্বনীতি,বিস্ফোরণে অস্থির যখন,
বৈরুত লেবানন ।  
স্বার্থপরতায় ,কঠিনে পাথরে,
অপরে কি আসে যায়-  
কাদেনাতো মন,ধ্বংস যখন,
ইরাক বা লিবিয়ায় ।
ইসলাম গেলো,তুলি শোরগোল,
মুসলিম করি দাবী-  
যারা দায়ী,সেই মাটিতে পেলে ঠাই,
পাই স্বপ্নলোকের চাবী।  
একই বিশ্বাসে,বিশ্বাসী যারা,
তারাতো ধর্মের ভাই-  
বিপদে তাদের,মেলেনা আশ্রয়,
প্রহরী দিয়ে তাড়াই ।  
কতটা কপট হলে,শুন্য ভাবাবেগে,
ইন্দ্রিয় বুজে থাকি-  
বুঝেনা হৃদয়,হঠকারী হয়ে,
নিজেকেই দেই ফাকি...।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast