প্রহরী
ওরাতো নয় আর সবার মত-
কিছুটা ভিন্ন অনন্য,
দেশের জন্য করতে পারে সব-
মায়ার বাধন ছিন্ন।
নিয়েছে তারা দিপ্ত শপথ-
তুচ্ছ করেছে প্রান,
শক্তি মেধা কৌশলে বাধা-
তেজস্বী বলিয়ান।
স্রষ্টার তরে বিশ্বাসে অটুট -
জাতিকে বেসেছে ভালো,
নিভৃত সেবায় নিবেদিত সদা-
আধারে জ্বেলেছে আলো।
সিমান্তে সমুদ্রে স্থলে আকাশে-
অকুতভয় তারা বীর,
আগলে থাকে প্রতি কনা ধুলো-
চির উন্নত মম শির।
বাংলার মাটিকে করেছে দুর্জয়-
বধে শত্রু নির্ভুল,
হুংকারে কাপে বীজিতের মন-
ওরা বাংলার শার্দূল।
নয় ওরা কোনো ভিনদেশী প্রান-
আমাদেরই সন্তান,
শৌর্য বীর্যে সবচেয়ে খাটি-
দেশ প্রেমে মহীয়ান।
সতত পেশায় নিবেদিত কাটে -
নিদ্রাহিন যামিনী,
লাল সবুজের গর্বের প্রতিক -
বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
কিছুটা ভিন্ন অনন্য,
দেশের জন্য করতে পারে সব-
মায়ার বাধন ছিন্ন।
নিয়েছে তারা দিপ্ত শপথ-
তুচ্ছ করেছে প্রান,
শক্তি মেধা কৌশলে বাধা-
তেজস্বী বলিয়ান।
স্রষ্টার তরে বিশ্বাসে অটুট -
জাতিকে বেসেছে ভালো,
নিভৃত সেবায় নিবেদিত সদা-
আধারে জ্বেলেছে আলো।
সিমান্তে সমুদ্রে স্থলে আকাশে-
অকুতভয় তারা বীর,
আগলে থাকে প্রতি কনা ধুলো-
চির উন্নত মম শির।
বাংলার মাটিকে করেছে দুর্জয়-
বধে শত্রু নির্ভুল,
হুংকারে কাপে বীজিতের মন-
ওরা বাংলার শার্দূল।
নয় ওরা কোনো ভিনদেশী প্রান-
আমাদেরই সন্তান,
শৌর্য বীর্যে সবচেয়ে খাটি-
দেশ প্রেমে মহীয়ান।
সতত পেশায় নিবেদিত কাটে -
নিদ্রাহিন যামিনী,
লাল সবুজের গর্বের প্রতিক -
বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ১৫/১২/২০১৬ঐ টুকুর জন্য আমরা আজও র্গবিত বাঙ্গালী।ধন্যবাদ কবিকে সুন্দর লৈখার জন্য।
-
আব্দুল হক ১৩/১২/২০১৬ধন্য হে পাহারাদার
-
সোলাইমান ১৩/১২/২০১৬সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১২/১২/২০১৬বেশ বোধময় কবিতা অনেক শুভেচ্ছা
-
কামরুজ্জামান টিটু ১২/১২/২০১৬খুব ভালো
-
অঙ্কুর মজুমদার ১১/১২/২০১৬vlo