www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথ থেকে পথে

সমুদ্র,পাহাড়,ফসলের ক্ষেত-
পথে ফোটা ঘাসফুল,
সর্ষে ফুলে,পরাগের রঙ-
সুবাসিত আম্র মুকুল।
ঘাস ফড়িঙের খোজে,ধান শালিকেরা করে-
চঞ্চল ছুটোছুটি,
নাম না জানা,বুনোফুলে ভ্রমর-
প্রজাপতির হুটোপুটি।
ছোট ডিঙ্গি ভাসা,পদ্ম পুকুর-
শাপলা শালুক তোলা,
হাতে একতারা,গেরুয়া বসনে-
বাউলের পথচলা।
মৃদু বাতাসে,দোল খেয়ে নাচা-
বাবুই পাখির বাসা,
শ্যামল সরল,কৃষকের মুখ-
আলপথে যাওয়া আসা।
প্রখর দুপুরে বট,অশ্বত্থের ছায়ে-
ক্লান্ত নিবিড় ঘুম,
অথবা চারিপাশ,সিক্ত সবুজ-
ভিজিয়ে বৃষ্টির ঝুম।
কুয়াশায় ধোয়া,সোনালী রোদের-
মায়াবী লুকোচুরি খেলা,
মুগ্ধতায় দেখি,আকশের নীল ছুয়ে-
সাদা মেঘেদের ভেলা।
দূর্বা চুড়ায় চমকে,শীতের শিশির-
সূর্যোদয়ের প্রভায়,
রক্তিম দিগন্তে,প্রানে জাগে ঘোর-
সূর্যাস্তের আভায়।
শত রঙে আকা,এই প্রকৃতি-
কোথা খুজে পাবো আর,
পৃথিবীতে এই,চিরায়িত রুপ শুধু-
আমার গ্রাম বাংলার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপ্নময় স্বপন ২৫/১০/২০১৬
    বিমুগ্ধ!
  • jannatul ripa ১১/১০/২০১৬
    বাহ বেশ,, ভালো লাগা রইল
  • সাইফ রুদাদ ১১/১০/২০১৬
    বাংলা মা
  • খুব সুন্দর হয়েছে।
  • খুব সুন্দর। শুভেচ্ছা।
  • মোনালিসা ১১/১০/২০১৬
    জাক্কাস
  • Good
  • সজীব ১০/১০/২০১৬
    ভাললাগল
  • প্রতি অপূর্ণ-লাইনের শেষে হাইফেন (-)-এর ব্যবহার বেমানান।
  • Wow!!: www.ajkerpressbd.com
    • হাসান কাবীর ১২/১০/২০১৬
      মন্তব্য প্রেরনা জোগায়/বিজ্ঞাপনে নয়।
 
Quantcast