চন্দ্রকাহন
চাদের সাথে কখনো জুড়ি
অলিক কথোপকথন,
বাতাসের কানে চুপিসারে বলি
হৃদয় ভাঙ্গা কাহন।
একাদশিতে অবুঝ শশী
খেলে যায় আনমনে,
পঞ্চদশী লাজুক আভায়
পালিয়ে আধবদনে,
অষ্টাদশীর স্নিগ্ধ রুপে
মুগ্ধ প্রপাতে,
পূর্ণিমাতেই আলাপ জুড়ি
তন্দ্রাহীন রাতে।
হাওয়ায় ভাসা শব্দমালা
মেঘের কোলে চড়ে,
কল্প ভাষায় কয় যে কথা
আবেগ ঘন স্বরে।
ধুসর কালো বিশালতায়
শুভ্র প্রভার ছায়া,
গল্পে মাতি আমরা দুজন
জড়িয়ে ঐন্দ্র মায়া।
কষ্ট ঝুলির দুখের বোঝা
স্তব্ধ শ্রবনে,
চন্দ্রিমা তার কান্না লুকোয়
অতি সন্তর্পণে।
চাঁদ বুঝি বা কাদতে জানে
অন্য প্রানের ব্যাথায়!
মেঘেরা কি তাই রুমাল হয়ে
অশ্রু মুছে যায়...।
অলিক কথোপকথন,
বাতাসের কানে চুপিসারে বলি
হৃদয় ভাঙ্গা কাহন।
একাদশিতে অবুঝ শশী
খেলে যায় আনমনে,
পঞ্চদশী লাজুক আভায়
পালিয়ে আধবদনে,
অষ্টাদশীর স্নিগ্ধ রুপে
মুগ্ধ প্রপাতে,
পূর্ণিমাতেই আলাপ জুড়ি
তন্দ্রাহীন রাতে।
হাওয়ায় ভাসা শব্দমালা
মেঘের কোলে চড়ে,
কল্প ভাষায় কয় যে কথা
আবেগ ঘন স্বরে।
ধুসর কালো বিশালতায়
শুভ্র প্রভার ছায়া,
গল্পে মাতি আমরা দুজন
জড়িয়ে ঐন্দ্র মায়া।
কষ্ট ঝুলির দুখের বোঝা
স্তব্ধ শ্রবনে,
চন্দ্রিমা তার কান্না লুকোয়
অতি সন্তর্পণে।
চাঁদ বুঝি বা কাদতে জানে
অন্য প্রানের ব্যাথায়!
মেঘেরা কি তাই রুমাল হয়ে
অশ্রু মুছে যায়...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজিত মান্না ১০/১১/২০১৬আচ্ছা ।।
-
আসগার এইচ পারভেজ ০৫/১০/২০১৬সুন্দর কবিতা
-
মোহাম্মদ কামরুল ইসলাম ০৫/১০/২০১৬অনন্য হয়েছে।
শুভেচ্ছা রইলো। -
রোজারিও ০৩/১০/২০১৬আপনি ভাল লিখেন ।আমি এরকমটা পারলে কাউকে পাত্তা দিতাম না!
-
সাইয়িদ রফিকুল হক ০২/১০/২০১৬ভালো লাগলো।
-
সোলাইমান ০২/১০/২০১৬অনেক সুন্দর কবিতা।অসাধারণ কবি।
-
অঙ্কুর মজুমদার ০২/১০/২০১৬vlo
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/১০/২০১৬সুন্দর হয়েছে।