www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নুতন প্রভাত

পছন্দের মানুষের তালিকা ক্রমেই ছোট হয়ে আসছে...
এক সময়ের সাম্যবাদীরা আজ চরম সুবিধাভোগে-
ঋজু মেরুদন্ডে মেদ জমিয়ে হাসছে।
নীতি আদর্শের কথাগুলো বইয়ের পাতায় উইপোকার পাঠ্য,
আর ফেসবুকে নিজেকে উপস্থাপনের জ্যামিতিক উপপাদ্য।
খবর আর ছবিগুলো বড়বেশী মিথ্যে বলে এখন-
অন্তরের পংকিলতা আড়ালে ধর্মের ব্যাবহার প্রতিক্ষন।
চারিদিকে চাটুকারের দল করে কপটের জয়গান,
সীমাহীন লোভ উল্লাসে চলে তোষামোদি গুণগান।
কি প্রাণান্তকর অভিলাষে, নিজেকে বিকোয় সততা-
ভালো থাকার সংজ্ঞা শুধু বিত্তের নাগপাশে শঠতা।
কোনো হাসিমুখ আজ আর সুখী মননের দেয়না নিশ্চয়তা,
অদৃশ্য আর্তনাদ ছড়িয়ে গুমরে কাদে হৃদয়ের নৈতিকতা।
তবুও আশায় বাধে প্রান, দিন বদলের,
তবুও স্বপ্ন দেখে মন, একটি নুতন প্রভাতের।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আনিসা নাসরীন ৩০/০৯/২০১৬
    সত্যিই দিন বদলাবে। এই আশায় রাখি।
    খুব সুন্দর।
  • সত্যের প্রকাশ
  • অঙ্কুর মজুমদার ২৮/০৯/২০১৬
    sundor
  • সোলাইমান ২৮/০৯/২০১৬
    খুব সুন্দর ভাবে লিখছেন কিন্তু বিষয়বস্তু কিছুটা অমিল রয়েছে।সুন্দর ভাবে বিষয়বস্তুর সাথে সাজিয়ে গুৃছিয়ে লিখুন আরও আরও অনেক ভাল লাগবে।
  • ভালো লাগলো
  • good
 
Quantcast