www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মধ্যরাতের পথিক

নিস্তব্ধ রাত অচেনা রুপে-
ঘুমিয়ে ক্লান্ত শহর,
আকাশে আজ আলোর প্লাবন-
চাঁদ জোছনার প্রহর।
রাত দুপুরে ফাকা সড়কে-
একলা পথচারী,
এই নিশীথে দিলাম আমি-
ঘুমের সাথে আড়ি।
বইছে মৃদু পুবালি বাতাস-
দীর্ঘশ্বাসের সুরে,
নেই যে কোথাও ফুলের সুবাস-
পরাগ গিয়েছে ঝরে।
দেখি চারিপাশ পাথর নিঝুম-
সারমেয় হোলো সাথী,
পথে সারিবাধা বস্তিবাসি -
চির ভাসমান অতিথি।
জ্যোৎস্না আলোয় খুজে নিয়ে পথ-
হেটে চলি নিরুদ্দেশে,
কিছু পিছুটান যায় না এড়ানো-
ফিরে আসি অবশেষে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ২২/০৯/২০১৬
    খুব সুন্দর হয়েছে।
  • অর্থবহ।
  • অঙ্কুর মজুমদার ২০/০৯/২০১৬
    vlo.
  • মোবারক হোসেন ২০/০৯/২০১৬
    নাইস
  • সাইফ রুদাদ ২০/০৯/২০১৬
    বাহ
 
Quantcast