www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিশীথে অশ্রু

মনে পড়ে সেদিন রাতে-  
অঝোর বৃষ্টি ছিলো,  
মেঘেরা যেনো আমার হয়ে-
কষ্টে কেদেছিলো।
কষ্ট ছিলো আমার মনেও-
ভিজেনি দুচোখ তবু,
ভিজেছিলো আশার প্রদীপ-  
আর জ্বলেনি কভু।
ভালো থেকো,যেও ভুলে-
এই ছিলো শেষ কথা,  
স্থবির হয়ে ভুলেছিলেম-  
দগ্ধে ক্ষতর ব্যাথা।
জীবন নদীর স্রোতের ধারা-
বাক খুজে নেয় নিজে,
দুঃখ চেপে সাতরে চলে-  
ঢেউয়ের ভাজে ভাজে।
ভালো আছি কথা মত-  
ভুলেই থাকি তোমায়,
শুধু নিশীথ রাতে বৃষ্টি এলে-
অশ্রু জলে ভাসায়......।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রাবেয়া মৌসুমী ০৬/১০/২০১৬
    সুন্দর
  • অঙ্কুর মজুমদার ০৫/০৯/২০১৬
    vlo.
  • ভালো।
  • পরশ ০৫/০৯/২০১৬
    খুব ভাল হয়েছে
  • wow !!

    www.ajkerpressbd.com
 
Quantcast