মুগ্ধতায়
আজ প্রভাতে নেই কোলাহল-
অন্যরকম ভোর,
সাগর পাহাড় সবুজ বনে-
কাটছেনা তো ঘোর।
সদ্য স্নাত সূর্য ঢালে-
নরম রোদের আভা,
সাগর তীরের বালুকনায়-
ঝিকিমিকি শোভা।
বনের ছড়ায় ছন্দে বয়ে-
ঝর্ণা ধারার পানি,
পাহাড় চুড়ায় মেঘের খেলা-
কুয়াশার হাতছানি।
পাখ পাখালীর কলতানে-
মেতে ওঠে প্রান,
শিশির ভেজা গুল্মলতা-
বুনো ফুলের ঘ্রান।
দমকা হাওয়া শিস তুলে-
ঝাপ্টা দিয়ে যায়,
থেকে থেকে সাগর ডাকে-
আমার কাছে আয়......।
অন্যরকম ভোর,
সাগর পাহাড় সবুজ বনে-
কাটছেনা তো ঘোর।
সদ্য স্নাত সূর্য ঢালে-
নরম রোদের আভা,
সাগর তীরের বালুকনায়-
ঝিকিমিকি শোভা।
বনের ছড়ায় ছন্দে বয়ে-
ঝর্ণা ধারার পানি,
পাহাড় চুড়ায় মেঘের খেলা-
কুয়াশার হাতছানি।
পাখ পাখালীর কলতানে-
মেতে ওঠে প্রান,
শিশির ভেজা গুল্মলতা-
বুনো ফুলের ঘ্রান।
দমকা হাওয়া শিস তুলে-
ঝাপ্টা দিয়ে যায়,
থেকে থেকে সাগর ডাকে-
আমার কাছে আয়......।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ২৫/১০/২০১৬অনন্য!
-
আনিসা নাসরীন ১১/০৮/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ১০/০৮/২০১৬vlo............
-
সজীব ০৯/০৮/২০১৬সুন্দর লিখেছেন
-
পরশ ০৯/০৮/২০১৬জাক্কাস
-
স্বপ্নময় স্বপন ০৯/০৮/২০১৬বেশ ভালো!