সুখ
তোমায় নিয়ে স্বপ্ন দেখা-
সেই ছেড়েছি কবে,
ভাবনাগুলো রং হারিয়ে-
ক্লান্ত অনুভবে।
কোথায় যেন সুর কেটেছে-
হারিয়ে গেছে লয়,
কষ্টরা সব জোট বেধেছে-
আনন্দ নিরাশ্রয়।
সময় যেন যাচ্ছে কেটে-
নিজের মত করে,
মনের সাথে যুদ্ধ আমার-
নিত্য যাচ্ছি হেরে।
একলা ঘরে আয়নাতে আজ-
মলিন চেনামুখ,
জড়িয়ে আছি লতার মত-
হারিয়ে গেছে সুখ।
সেই ছেড়েছি কবে,
ভাবনাগুলো রং হারিয়ে-
ক্লান্ত অনুভবে।
কোথায় যেন সুর কেটেছে-
হারিয়ে গেছে লয়,
কষ্টরা সব জোট বেধেছে-
আনন্দ নিরাশ্রয়।
সময় যেন যাচ্ছে কেটে-
নিজের মত করে,
মনের সাথে যুদ্ধ আমার-
নিত্য যাচ্ছি হেরে।
একলা ঘরে আয়নাতে আজ-
মলিন চেনামুখ,
জড়িয়ে আছি লতার মত-
হারিয়ে গেছে সুখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৮/২০১৬সুখ ফিরে আসুক।
-
আনিসা নাসরীন ০৩/০৮/২০১৬খুব সুন্দর
-
জসিম উদ্দিন জয় ০৩/০৮/২০১৬ভালো লিখেছেন কবিতাটি । শুভ কামনা রইলো ।
-
স্বপ্নময় স্বপন ০২/০৮/২০১৬ভীষণ সুন্দর!