দুরত্ব
তোমার আমার মধ্যে ছিলো,
যোজন যোজন দূর-
তাই হোলোনা সন্ধি যে আর,
বাধলোনা তো সুর।
স্বপ্ন বোনার ইচ্ছে গুলো,
মেঘের মত উড়ে-
কোথায় যেনো হারিয়ে গেলো,
কোন সে সুদূরে।
হয়নি যে আর চোখের দেখা,
তোমার আমার মাঝে-
স্মৃতি তবু দেয় যে উকি,
হঠাৎ কোনো সাঝে।
আশার পিদিম সাজিয়েছিলাম,
জ্বললনা তায় আলো-
মনকে বুঝাই এই ছিলো ঠিক,
এই হয়েছে ভালো।
যোজন যোজন দূর-
তাই হোলোনা সন্ধি যে আর,
বাধলোনা তো সুর।
স্বপ্ন বোনার ইচ্ছে গুলো,
মেঘের মত উড়ে-
কোথায় যেনো হারিয়ে গেলো,
কোন সে সুদূরে।
হয়নি যে আর চোখের দেখা,
তোমার আমার মাঝে-
স্মৃতি তবু দেয় যে উকি,
হঠাৎ কোনো সাঝে।
আশার পিদিম সাজিয়েছিলাম,
জ্বললনা তায় আলো-
মনকে বুঝাই এই ছিলো ঠিক,
এই হয়েছে ভালো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ২৯/০৭/২০১৬ছন্দে ছন্দে পড়তে ভালোই লাগলো
-
সভ্যচাষী সপ্তম ২৭/০৭/২০১৬NicE DREAMS
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৭/২০১৬ভালো লাগলো।
-
মোনালিসা ২৭/০৭/২০১৬যাক্কাস
-
স্বপ্নময় স্বপন ২৭/০৭/২০১৬ভালো!