www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুরত্ব

তোমার আমার মধ্যে ছিলো,
যোজন যোজন দূর-
তাই হোলোনা সন্ধি যে আর,
বাধলোনা তো সুর।
স্বপ্ন বোনার ইচ্ছে গুলো,
মেঘের মত উড়ে-
কোথায় যেনো হারিয়ে গেলো,
কোন সে সুদূরে।
হয়নি যে আর চোখের দেখা,
তোমার আমার মাঝে-
স্মৃতি তবু দেয় যে উকি,
হঠাৎ কোনো সাঝে।
আশার পিদিম সাজিয়েছিলাম,
জ্বললনা তায় আলো-
মনকে বুঝাই এই ছিলো ঠিক,
এই হয়েছে ভালো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast