উদ্ধত মধ্যাঙ্গুলি
শুনি আকাশে বাতাসে প্রকট চারিপাশে,
হায়নার অট্টহাসি।
এতো হাসিমুখ নয়,সংকোচনে শুধু,
কুঞ্চিত চোয়ালের পেশী।
প্রহরীরা সব প্রহারা ছেড়েছে,
প্রহারে কাটায় প্রহর।
একই কাতারে শৃঙ্খলিত হয়,
কি সাধু কি তষ্কর।
সমাজের বিবেক বিকিয়ে দেখায়,
হলুদ তেলেসমাতি,
সত্যকে আড়াল করে প্রতিনিয়ত-
সাজায় মিথ্যের বেসাতি।
দিশেহারা চোখ,ধুলিমাখা মুখ,
দেখি যে নিরন্তর,
একই মন,একই বিশ্বাস তবু-
ভেজেনাতো অন্তর।
লাঞ্ছিত মানবতায় পায়না প্রচার,
নির্যাতিত মুখগুলি,
মেকি সভ্যতার প্রতি আমার প্রতিবাদ,
উদ্ধত মধ্যাঙ্গুলি।
হায়নার অট্টহাসি।
এতো হাসিমুখ নয়,সংকোচনে শুধু,
কুঞ্চিত চোয়ালের পেশী।
প্রহরীরা সব প্রহারা ছেড়েছে,
প্রহারে কাটায় প্রহর।
একই কাতারে শৃঙ্খলিত হয়,
কি সাধু কি তষ্কর।
সমাজের বিবেক বিকিয়ে দেখায়,
হলুদ তেলেসমাতি,
সত্যকে আড়াল করে প্রতিনিয়ত-
সাজায় মিথ্যের বেসাতি।
দিশেহারা চোখ,ধুলিমাখা মুখ,
দেখি যে নিরন্তর,
একই মন,একই বিশ্বাস তবু-
ভেজেনাতো অন্তর।
লাঞ্ছিত মানবতায় পায়না প্রচার,
নির্যাতিত মুখগুলি,
মেকি সভ্যতার প্রতি আমার প্রতিবাদ,
উদ্ধত মধ্যাঙ্গুলি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রিয় ১৭/০৭/২০১৬আপনি বাকি সব কবিদের থেকে আলাদা।ভালো।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৪/০৭/২০১৬Wow!!!!
-
পরশ ১৪/০৭/২০১৬ভালো
-
মোনালিসা ১৪/০৭/২০১৬ভালো
-
স্বপ্নময় স্বপন ১৪/০৭/২০১৬বেশ ভাল