আমিময়
ভাল তোমার নাও লাগতে পারে,
এটাই স্বাভাবিক।
তবুও এই ভাল্লাগেনা শব্দটি,
আমার কাছে পৃথিবীর সবচেয়ে-
স্বার্থপর অনুভুতি মনে হয়।
কেমন যেনো শুধুই আমিময় ধ্বনিত-
যেখানে কোথাও অন্য কারো ভাবনা নেই,
আছে শুধুই আমিত্ব আর-
নিখাদ স্বার্থপরতা।
সম্পর্কের জটিল সমীকরণে,
ভালোলাগা বা ভাল না লাগা,
যেনো এক-
গনিতের পাই হয়ে থাকা-
ক্রমবর্ধমান সরল ভাগশেষ।
আমি বলিনা,
ভালো তোমার লাগতেই হবে।
তবুও,
আমিত্ব বিসর্জনে ভালোলাগা-
করে নিতে হয়,
তবেই সামন্তরাল হবে পথ,
অনেকটাই মসৃণ হয়-
এই পথচলা।
স্বত্বসংরক্ষিত
এটাই স্বাভাবিক।
তবুও এই ভাল্লাগেনা শব্দটি,
আমার কাছে পৃথিবীর সবচেয়ে-
স্বার্থপর অনুভুতি মনে হয়।
কেমন যেনো শুধুই আমিময় ধ্বনিত-
যেখানে কোথাও অন্য কারো ভাবনা নেই,
আছে শুধুই আমিত্ব আর-
নিখাদ স্বার্থপরতা।
সম্পর্কের জটিল সমীকরণে,
ভালোলাগা বা ভাল না লাগা,
যেনো এক-
গনিতের পাই হয়ে থাকা-
ক্রমবর্ধমান সরল ভাগশেষ।
আমি বলিনা,
ভালো তোমার লাগতেই হবে।
তবুও,
আমিত্ব বিসর্জনে ভালোলাগা-
করে নিতে হয়,
তবেই সামন্তরাল হবে পথ,
অনেকটাই মসৃণ হয়-
এই পথচলা।
স্বত্বসংরক্ষিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কষ্টের ফেরিওলা ১৪/০৭/২০১৬ভালো লাগলো।
-
রাকিব চৌধুরী শিশির ০৩/০৬/২০১৬চমতকার
★★★★★★★★★★★ -
আজকের চাকরির বাজার বিডি.কম ০১/০৬/২০১৬মনোহর!!
-
গোপেশ দে ০১/০৬/২০১৬খুব ভাল কবিতাটি
কবিকে শুভেচ্ছা -
মোঃ ইমরান হোসেন (ইমু) ০১/০৬/২০১৬''আমিময়'', ''ভাল্লাগেনা'', ''আমিত্ব''=======
অসাধারণ শব্দ চয়ন।