www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমিময়

ভাল তোমার নাও লাগতে পারে,
এটাই স্বাভাবিক।
তবুও এই ভাল্লাগেনা শব্দটি,
আমার কাছে পৃথিবীর সবচেয়ে-
স্বার্থপর অনুভুতি মনে হয়।
কেমন যেনো শুধুই আমিময় ধ্বনিত-
যেখানে কোথাও অন্য কারো ভাবনা নেই,
আছে শুধুই আমিত্ব আর-
নিখাদ স্বার্থপরতা।
সম্পর্কের জটিল সমীকরণে,
ভালোলাগা বা ভাল না লাগা,
যেনো এক-
গনিতের পাই হয়ে থাকা-
ক্রমবর্ধমান সরল ভাগশেষ।
আমি বলিনা,
ভালো তোমার লাগতেই হবে।
তবুও,
আমিত্ব বিসর্জনে ভালোলাগা-
করে নিতে হয়,
তবেই সামন্তরাল হবে পথ,
অনেকটাই মসৃণ হয়-
এই পথচলা।


স্বত্বসংরক্ষিত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast