প্রস্থান
যখন আমি থাকবোনা আর-
হয়ে যাবো শুধু স্মৃতি,
মনে রেখো শুধু আমিও যে ছিলাম-
চলার পথে সাথি।
যেওনাকো ভুলে আমার কথাটি-
মনে রেখো দোয়াতে,
চেয়ে রবো জেনো তোমাদেরই পানে-
প্রতিক্ষন দিনেরাতে।
পারিনি করে যেতে কথা ছিল যা-
করে গেছি শত ভুল,
বুঝি সেইদিন পাবোনাকো ক্ষমা-
দিতেই হবে যে মাশুল,
খুব একাকী ভয়ে জড়সড়-
যদি তার দয়া হয়...
তিনি রহমান, তিনি যে রাহীম,
পরম করুনাময়।
স্বত্:সংরক্ষিত
হয়ে যাবো শুধু স্মৃতি,
মনে রেখো শুধু আমিও যে ছিলাম-
চলার পথে সাথি।
যেওনাকো ভুলে আমার কথাটি-
মনে রেখো দোয়াতে,
চেয়ে রবো জেনো তোমাদেরই পানে-
প্রতিক্ষন দিনেরাতে।
পারিনি করে যেতে কথা ছিল যা-
করে গেছি শত ভুল,
বুঝি সেইদিন পাবোনাকো ক্ষমা-
দিতেই হবে যে মাশুল,
খুব একাকী ভয়ে জড়সড়-
যদি তার দয়া হয়...
তিনি রহমান, তিনি যে রাহীম,
পরম করুনাময়।
স্বত্:সংরক্ষিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২২/০৫/২০১৬Excellent!!!
-
সূর্য মুহাম্মাদ জান ১৬/০৫/২০১৬বেশ দারুণ
-
শাহারিয়ার ইমন ১১/০৫/২০১৬ভালই লাগল
-
অঙ্কুর মজুমদার ১১/০৫/২০১৬নিচে পএম
-
শ্রীরূপা লাহিড়ি ১০/০৫/২০১৬মনে দাগ কেটে গেল।