অনুভবে
হঠাৎ যদি কোনো অবসরে-
মনে পরে আমাকে,
মুছে ফেলো ঐ ভিজে ওঠা চোখ-
অশ্রুর ফোটাকে।
আমিতো আছি মৃদু বাতাসে-
তোমার চারপাশে,
কিংবা কোনো বর্ষার মেঘ-
হয়ে ঐ দূর আকাশে।
আমি মিশে আছি তোমার লেখা-
প্রতিটি কবিতায়,
ভোরের আলোয়, সন্ধ্যা তারায়-
চাদের জোছনায়।
নিশ্বাসে যদি অনুভবে পাও-
অচেনা ফুলের ঘ্রান,
ভেবে নিও তবে আছি কাছাকাছি-
ভুলে সব অভিমান।
বিকেলের রোদে প্রজাপতি হয়ে আসি-
তোমায় দেখার আশায়,
রয়ে যাবো আমি চাও যতদিন-
স্মৃতির মণিকোঠায়।
স্বত্বঃসংরক্ষিত
মনে পরে আমাকে,
মুছে ফেলো ঐ ভিজে ওঠা চোখ-
অশ্রুর ফোটাকে।
আমিতো আছি মৃদু বাতাসে-
তোমার চারপাশে,
কিংবা কোনো বর্ষার মেঘ-
হয়ে ঐ দূর আকাশে।
আমি মিশে আছি তোমার লেখা-
প্রতিটি কবিতায়,
ভোরের আলোয়, সন্ধ্যা তারায়-
চাদের জোছনায়।
নিশ্বাসে যদি অনুভবে পাও-
অচেনা ফুলের ঘ্রান,
ভেবে নিও তবে আছি কাছাকাছি-
ভুলে সব অভিমান।
বিকেলের রোদে প্রজাপতি হয়ে আসি-
তোমায় দেখার আশায়,
রয়ে যাবো আমি চাও যতদিন-
স্মৃতির মণিকোঠায়।
স্বত্বঃসংরক্ষিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাহমীদ মজুমদার ০৫/০৫/২০১৬চমত্কার
-
শাহারিয়ার ইমন ০৩/০৫/২০১৬অপূর্ব
-
জয় শর্মা ০১/০৫/২০১৬আবেগ টা মুগ্ধ ভাবে অনুভব করার।
-
দেবজ্যোতিকাজল ০১/০৫/২০১৬পুরনো আবেগ
-
প্রদীপ চৌধুরী. ২৯/০৪/২০১৬সুন্দর হয়েছে
-
শ্রীরূপা লাহিড়ি ২৯/০৪/২০১৬ভারি সুন্দর ভাবনা।সঠিক শব্দ চয়ন।