www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনুভবে

হঠাৎ যদি কোনো অবসরে-
মনে পরে আমাকে,
মুছে ফেলো ঐ ভিজে ওঠা চোখ-
অশ্রুর ফোটাকে।
আমিতো আছি মৃদু বাতাসে-
তোমার চারপাশে,
কিংবা কোনো বর্ষার মেঘ-
হয়ে ঐ দূর আকাশে।
আমি মিশে আছি তোমার লেখা-
প্রতিটি কবিতায়,
ভোরের আলোয়, সন্ধ্যা তারায়-
চাদের জোছনায়।
নিশ্বাসে যদি অনুভবে পাও-
অচেনা ফুলের ঘ্রান,
ভেবে নিও তবে আছি কাছাকাছি-
ভুলে সব অভিমান।
বিকেলের রোদে প্রজাপতি হয়ে আসি-
তোমায় দেখার আশায়,
রয়ে যাবো আমি চাও যতদিন-
স্মৃতির মণিকোঠায়।

স্বত্বঃসংরক্ষিত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৪/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast