নিঃসঙ্গতা
বরাবরই একা ছিলাম-
একাই রয়ে গেছি,
মাঝখানেতে একটু হাসি-
হয়েছে অচিনবাসী।
জগত জুড়ে কিছু মানুষ-
একা হয়েই থাকে,
মনের শত ভাবনাগুলো-
মনেই চেপে রাখে।
চারিপাশে ছড়িয়ে থাকে-
কত আপনজন,
যে যার মত আগলে রাখে-
নিজস্ব ভুবন।
ঘটছে কত গল্পকথা-
বাধছে কত মায়া,
নিজ বলয়ে সবাই একা-
পুত্র কন্যা জায়া।
অসার নিয়ম বেষ্টনীতে-
সমাজ নিয়ে থাকা,
আসলে সব মানুষ গুলো-
ভেতরে ভীষণ একা।
স্বত্বঃসংরক্ষিত
একাই রয়ে গেছি,
মাঝখানেতে একটু হাসি-
হয়েছে অচিনবাসী।
জগত জুড়ে কিছু মানুষ-
একা হয়েই থাকে,
মনের শত ভাবনাগুলো-
মনেই চেপে রাখে।
চারিপাশে ছড়িয়ে থাকে-
কত আপনজন,
যে যার মত আগলে রাখে-
নিজস্ব ভুবন।
ঘটছে কত গল্পকথা-
বাধছে কত মায়া,
নিজ বলয়ে সবাই একা-
পুত্র কন্যা জায়া।
অসার নিয়ম বেষ্টনীতে-
সমাজ নিয়ে থাকা,
আসলে সব মানুষ গুলো-
ভেতরে ভীষণ একা।
স্বত্বঃসংরক্ষিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ্রীরূপা লাহিড়ি ০২/০৫/২০১৬মন ছুঁয়ে গেল। ভারি সুন্দর লেখা।
-
বিশ্বজিৎ পাল ২২/০৩/২০১৬অসাধারণ
-
মির সালামা ১৭/০৩/২০১৬সত্যি তাই
-
দেবজ্যোতিকাজল ১৫/০৩/২০১৬ভাল ৷ বেশ ভাল
-
এম এস সজীব ১৫/০৩/২০১৬চমত্কার
-
রাকিব চৌধুরী শিশির ১৫/০৩/২০১৬অসাধারন
-
মাহাবুব ১৪/০৩/২০১৬বেশ সুন্দর ভালো লাগলো কবিতাটা কবি,শুভেচ্ছা।
-
রাশেদ খাঁন ১৪/০৩/২০১৬nice
-
মোঃ সরব বাবু ১৪/০৩/২০১৬খুব সুন্দর
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৪/০৩/২০১৬ভালো