www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘুনপোকা

এই গ্লানি আমাদের,
করিস না কখোনো ক্ষমা-
এই পাপ এই লাজ,
দায় হয়ে থাক জমা।
কতটা পচন ধরেছে সমাজে,
কতটা নষ্ট মন-
হেলা করে সব এড়িয়ে চলে,
বিবেকের দংশন।
ভালোই হয়েছে গিয়েছিস ছেড়ে,
নশ্বর পৃথিবী-
জননীর হাত শ্বাপদ হয়েছে,
কোথায় আর ছায়া পাবি।
মুল্যবোধ আর মানবতা নিয়ে,
করে যাই অহংকার-
চেয়ে দেখে যাই এগিয়ে না যাই,
পুড়ে হোক অঙ্গার।
দুদিন পরেই ভুলে যাবো সব,
ঘটেনি যেনো কিছু-
নষ্ট মানুষ দুষিত হৃদয়,
কুষ্ঠ ধরেছে পিছু।


স্বত্বঃসংরক্ষিত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৩/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শ্রীরূপা লাহিড়ি ০২/০৫/২০১৬
    খুব ভাল লিখেছেন।
  • দাদা খুব ভাল লিখেন
  • দেবাশীষ দিপন ০৬/০৩/২০১৬
    খুবই চমৎকার।
  • অসাধারন লেখা কবি.............
  • অসাধারণ লেখা
  • সুন্দর
  • প্রদীপ চৌধুরী. ০৫/০৩/২০১৬
    বা খুবই ভাল বাস্তব চরিত্র তুলে ধরেছেন কবিতার মাধ্যমে
  • নির্ঝর ০৫/০৩/২০১৬
    অনেক সুন্দর
  • স্বপন শর্মা ০৫/০৩/২০১৬
    চমৎকার বিষয়।
  • এটাই সত্য 😞
 
Quantcast