সাবাস বাংলাদেশ
ক্রমে পরিনত ব্যাঘ্র শাবক,
মেলে ধরেছে তার থাবা,
শত্রুরা সব হুংকারে ভীত,
হয়ে গেছে হতভাগা।
দুরু দুরু বুক, কাপে যে হাটু,
আছে? তল্লাটে কেউ?
গর্জনে তার উল্লাসে ফাটে,
কোটি জনতার ঢেউ।
শিকারীরা আজ শিকার হয়ে,
ঘরে ফিরে নত শির,
সিনা টান টান লড়াই জয়ী,
বঙ্গ ব্যাঘ্র বীর।
লাল সবুজের পতাকা উরে ঐ,
মনে আনন্দ অশেষ,
বিশ্ব এখন সুর ধরে বলে,
সাবাস বাংলাদেশ।
মেলে ধরেছে তার থাবা,
শত্রুরা সব হুংকারে ভীত,
হয়ে গেছে হতভাগা।
দুরু দুরু বুক, কাপে যে হাটু,
আছে? তল্লাটে কেউ?
গর্জনে তার উল্লাসে ফাটে,
কোটি জনতার ঢেউ।
শিকারীরা আজ শিকার হয়ে,
ঘরে ফিরে নত শির,
সিনা টান টান লড়াই জয়ী,
বঙ্গ ব্যাঘ্র বীর।
লাল সবুজের পতাকা উরে ঐ,
মনে আনন্দ অশেষ,
বিশ্ব এখন সুর ধরে বলে,
সাবাস বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ চৌধুরী. ০৫/০৩/২০১৬ভাল লিখেছেন শুভেচ্ছা কবি
-
স্বপন শর্মা ০৫/০৩/২০১৬সাবাস কবি।
-
গাজী তৌহিদ ০৫/০৩/২০১৬সাবাস বাংলাদেশ
সাবাস লেখা
সাবাস কবি -
গাজী তৌহিদ ০৪/০৩/২০১৬সাবাস বাংলাদেশ
সাবাস লেখা
সাবাস কবি -
মাহাবুব ০৪/০৩/২০১৬সাবাস বাংলাদেশ, আমার বাংলাদেশ।
শুভেচ্ছা কবি,কবিতাটা বেশ ভালো হয়েছে।