একটি তারা ও মা
রাতের আকাশ কেমন যেন-
ধুসর মেঘে ছাওয়া,
মৃদু শীতল পরশ নিয়ে-
বইছে ভিজে হাওয়া।
এরই মাঝে অবাক হয়ে দেখি-
পুব আকাশে একটি তারা,
জ্বলছে ঝিকিমিকি।
কেমন করে হয়...!
মেঘের ছায়ায় একটি তারা-
কেমনে ফুটে রয় ?
বিস্মিত মন দৃষ্টিতে তাই,
পলক পড়েনা,
অবুঝ হলে ভেবে নিতাম,
ঐ তারাটা মা।
ইচ্ছে করে ঐ তারাকে-
মা-মা বলে ডাকি,
মা যে আমায় একলা রেখে
দিয়ে গেছে ফাকি।
ধুসর মেঘে ছাওয়া,
মৃদু শীতল পরশ নিয়ে-
বইছে ভিজে হাওয়া।
এরই মাঝে অবাক হয়ে দেখি-
পুব আকাশে একটি তারা,
জ্বলছে ঝিকিমিকি।
কেমন করে হয়...!
মেঘের ছায়ায় একটি তারা-
কেমনে ফুটে রয় ?
বিস্মিত মন দৃষ্টিতে তাই,
পলক পড়েনা,
অবুঝ হলে ভেবে নিতাম,
ঐ তারাটা মা।
ইচ্ছে করে ঐ তারাকে-
মা-মা বলে ডাকি,
মা যে আমায় একলা রেখে
দিয়ে গেছে ফাকি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৩/০৩/২০১৬অসাধারণ
-
প্রদীপ চৌধুরী. ০২/০৩/২০১৬খুবই ভাল হয়েছে
-
মেহেদী হাসান (নয়ন) ০২/০৩/২০১৬অনেক ভাল লাগল ক...।।
-
পরশ ০২/০৩/২০১৬খুব ভাল
-
আশরাফুল ইসলাম শিমুল ০২/০৩/২০১৬খুব ভাল লাগলো কবি
-
এম. আশিকুর রহমান ০২/০৩/২০১৬খুউব ভালো লিখনী
-
মোঃ মুসা খান ০২/০৩/২০১৬oh
-
হরিশ বর্মন (বুলবুলি) ০১/০৩/২০১৬বেশ সুন্দর হয়েছে। শুভেচ্ছা রইলো।
-
ধ্রুব রাসেল ০১/০৩/২০১৬মেঘে ছাওয়া নাকি ছায়া..?
-
দেবাশীষ দিপন ০১/০৩/২০১৬খুব সুন্দর!
-
প্রদীপ চৌধুরী. ০১/০৩/২০১৬ভাল লিখেছেন
-
হরেকৃষ্ণ দে ০১/০৩/২০১৬ভালো লাগলো।শুভেচ্ছা রইলো।