আকাশকুসুম
হঠাৎ যদি ঘুম ভেঙ্গে দেখি-
ফিরে গেছি শৈশবে,
বদলে নিতাম চলার এ পথ -
যা আছে অনুভবে ।
ভুলগুলো সব শুধরে নিতাম-
না হয়ে বাউন্ডুলে,
মায়ের সোনাবাবু হতাম-
দুষ্টুমি সব ফেলে ।
বাবার কথার বাধ্য হয়ে -
পড়ায় দিতাম মন,
সফল মানুষ হতেই হবে-
করে নিতাম পণ ।
ঘড়ির কাটা উল্টো যদি-
ঘুরিয়ে দেয়া যেতো,
কে বা জানে জীবন বুঝি-
অন্যরকম হোতো ।
স্বত্বঃসংরক্ষিত
ফিরে গেছি শৈশবে,
বদলে নিতাম চলার এ পথ -
যা আছে অনুভবে ।
ভুলগুলো সব শুধরে নিতাম-
না হয়ে বাউন্ডুলে,
মায়ের সোনাবাবু হতাম-
দুষ্টুমি সব ফেলে ।
বাবার কথার বাধ্য হয়ে -
পড়ায় দিতাম মন,
সফল মানুষ হতেই হবে-
করে নিতাম পণ ।
ঘড়ির কাটা উল্টো যদি-
ঘুরিয়ে দেয়া যেতো,
কে বা জানে জীবন বুঝি-
অন্যরকম হোতো ।
স্বত্বঃসংরক্ষিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১২/০৫/২০১৬
-
মনিরুজ্জামান জীবন ২৭/০২/২০১৬হৃদয় ছোঁয়া শব্দ গাঁথনি।
-
প্রদীপ চৌধুরী. ২৬/০২/২০১৬অসাধারণ বললেও কম বলা হবে| আমার হৃদয় স্পর্শ করেছে| ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর লেখা পাঠ করার সুযোগ করবেন|
-
ধ্রুব রাসেল ২৬/০২/২০১৬ভাল
-
শান্তনু ব্যানার্জ্জী ২৬/০২/২০১৬দারুণ লেখা ।
-
সন্ধা তারা ২৬/০২/২০১৬অপূর্ব!
ভালো লাগল, অনেক ধন্যবাদ।