বসন্ত বাতাস
মদির হাওয়ায় আসছে ভেসে-
বুনো ফুলের ঘ্রান,
দুচোখ বুজে গভীর শ্বাসে-
জুড়িয়ে ওঠে প্রান।
পরাগ ছুয়ে হাসছে যেনো-
সদ্য ফোটা কলি,
এসোনা আজ এই নুতন সাজে-
কষ্ট কিছু ভুলি।
পলাশ ফুটেছে, ফুটেছে শিমুল-
ছড়িয়ে পুষ্প রাশি,
রাধাচুড়া কৃষ্ণচূড়ার-
লাল টুক টুক হাসি।
ভোরের আভায় কেমন যেন-
নুতন আলোর ছটা,
প্রকৃতির ঐ চাদর জুড়ে-
লাল হলুদের ফোটা।
জীর্ণতারই খোলস ছেড়ে-
জাগছে চারিপাশ,
বসন্ত আমেজ ছড়িয়ে দিতে-
এসেছে ফাগুন মাস।
বুনো ফুলের ঘ্রান,
দুচোখ বুজে গভীর শ্বাসে-
জুড়িয়ে ওঠে প্রান।
পরাগ ছুয়ে হাসছে যেনো-
সদ্য ফোটা কলি,
এসোনা আজ এই নুতন সাজে-
কষ্ট কিছু ভুলি।
পলাশ ফুটেছে, ফুটেছে শিমুল-
ছড়িয়ে পুষ্প রাশি,
রাধাচুড়া কৃষ্ণচূড়ার-
লাল টুক টুক হাসি।
ভোরের আভায় কেমন যেন-
নুতন আলোর ছটা,
প্রকৃতির ঐ চাদর জুড়ে-
লাল হলুদের ফোটা।
জীর্ণতারই খোলস ছেড়ে-
জাগছে চারিপাশ,
বসন্ত আমেজ ছড়িয়ে দিতে-
এসেছে ফাগুন মাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাবুব ১৬/০২/২০১৬
-
হরেকৃষ্ণ দে ১৬/০২/২০১৬বসন্তের মনোমুগ্ধ কাব্যিক ভাষা ।খুব ভালো লাগলো।শুভেচ্ছা রইলো।
-
দেবাশীষ দিপন ১৫/০২/২০১৬অপূর্ব।।ভালো লাগলো খুব।
-
অভিষেক মিত্র ১৫/০২/২০১৬ভালো
-
মনিরুজ্জামান জীবন ১৪/০২/২০১৬ছন্দে ছন্দে এক মনোগ্রাহী লেখা।
-
বিদ্রোহী ফাহিম খান ১৪/০২/২০১৬দারুন ছন্দময় কবিতা!
-
আশরাফুল ইসলাম শিমুল ১৪/০২/২০১৬ভাল লাগল
-
অর্চিষ্মান ১৪/০২/২০১৬ভালো লেখা।শুভেচ্ছা কবি।কয়েকটি বানান দেখে নেয়ার অনুরোধ
ঘ্রান<ঘ্রাণ
প্রান<প্রাণ
ছুয়ে<ছুঁয়ে
শুভেচ্ছা।