সান্ত্বনা
কি সান্ত্বনা দেবো তোমায়...?
আমাদের দীর্ঘপ্রেম পরিণয়ে পরিনত-
না হওয়ায়, বড় বাচা বেচে গেছো,
এতে কি সান্ত্বনা পাবে তুমি?
আমার ভবঘুরে বিত্তহীন আদর্শে,
মানিয়ে নিতে হয়নি তোমার,
এই ভেবে সান্ত্বনা পাবে তুমি?
কতদিন একাকী দুজন,
তোমার অবুঝ আত্মসমর্পণে,
কখোনো সাড়া দেইনি ভেবে,
আজ কি সান্ত্বনা পাও তুমি?
তোমাকে নিয়ে আমার লেখা,
আদুরে কবিতাগুলো কখোনো-
ছাপা হয়নি বলে,
এখন কি সান্ত্বনা পাওনা তুমি?
আমার অলস পরাজিত মস্তিস্ক,
শয়তানের কারখানা না হয়ে,
শব্দাবলির খেলাঘর হয়েছে,
এতে সান্ত্বনা পেতে পারো তুমি।
স্বত্বঃসংরক্ষিত
আমাদের দীর্ঘপ্রেম পরিণয়ে পরিনত-
না হওয়ায়, বড় বাচা বেচে গেছো,
এতে কি সান্ত্বনা পাবে তুমি?
আমার ভবঘুরে বিত্তহীন আদর্শে,
মানিয়ে নিতে হয়নি তোমার,
এই ভেবে সান্ত্বনা পাবে তুমি?
কতদিন একাকী দুজন,
তোমার অবুঝ আত্মসমর্পণে,
কখোনো সাড়া দেইনি ভেবে,
আজ কি সান্ত্বনা পাও তুমি?
তোমাকে নিয়ে আমার লেখা,
আদুরে কবিতাগুলো কখোনো-
ছাপা হয়নি বলে,
এখন কি সান্ত্বনা পাওনা তুমি?
আমার অলস পরাজিত মস্তিস্ক,
শয়তানের কারখানা না হয়ে,
শব্দাবলির খেলাঘর হয়েছে,
এতে সান্ত্বনা পেতে পারো তুমি।
স্বত্বঃসংরক্ষিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জুনায়েদ বি রাহমান ১৬/০১/২০১৬দারুণ প্রকাশ। ভালো লাগলো।
-
মনিরুজ্জামান জীবন ১১/০১/২০১৬আমাদের দীর্ঘপ্রেম পরিণয়ে পরিনত-
রোমাঞ্চকর বাক্য বিন্যাস। -
মহঃ এসরাফিল সেখ ১১/০১/২০১৬খুব ভালো।
-
সীমা সান্যাল ০৯/০১/২০১৬অবুঝ আত্মসমর্পণ ---আদুরে কবিতা।।।
কি সুন্দর শব্দ গুলো।।। দারুন -
পরশ ০৭/০১/২০১৬খুব ভালো লাগলো
-
পরশ ০৫/০১/২০১৬সুন্দর হয়ছে
-
আবু সাহেদ সরকার ০৫/০১/২০১৬দারুন শব্দশৈলী
-
দেবব্রত সান্যাল ০৫/০১/২০১৬সান্ত্বনা, বাঁচা -> ঠিক করে নেবেন।
ভবঘুরে বিত্তহীন , আদর্শ কি করে হয় ? -
জে এস সাব্বির ০৫/০১/২০১৬অসাধারণ ভাই ।আপনার প্রতিটা লেখাই খুব বেশী ভাল লাগে । কবিতায় অনেকগুলা +++ রইল ।