www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সান্ত্বনা

কি সান্ত্বনা দেবো তোমায়...?  
আমাদের দীর্ঘপ্রেম পরিণয়ে পরিনত-
না হওয়ায়, বড় বাচা বেচে গেছো,  
এতে কি সান্ত্বনা পাবে তুমি?

আমার ভবঘুরে বিত্তহীন আদর্শে,
মানিয়ে নিতে হয়নি তোমার,
এই ভেবে সান্ত্বনা পাবে তুমি?

কতদিন একাকী দুজন,
তোমার অবুঝ আত্মসমর্পণে,
কখোনো সাড়া দেইনি ভেবে,
আজ কি সান্ত্বনা পাও তুমি?

তোমাকে নিয়ে আমার লেখা,  
আদুরে কবিতাগুলো কখোনো-
ছাপা হয়নি বলে,
এখন কি সান্ত্বনা পাওনা তুমি?

আমার অলস পরাজিত মস্তিস্ক,  
শয়তানের কারখানা না হয়ে,
শব্দাবলির খেলাঘর হয়েছে,
এতে সান্ত্বনা পেতে পারো তুমি।



স্বত্বঃসংরক্ষিত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ প্রকাশ। ভালো লাগলো।
  • আমাদের দীর্ঘপ্রেম পরিণয়ে পরিনত-
    রোমাঞ্চকর বাক্য বিন্যাস।
  • মহঃ এসরাফিল সেখ ১১/০১/২০১৬
    খুব ভালো।
  • সীমা সান্যাল ০৯/০১/২০১৬
    অবুঝ আত্মসমর্পণ ---আদুরে কবিতা।।।
    কি সুন্দর শব্দ গুলো।।। দারুন
  • পরশ ০৭/০১/২০১৬
    খুব ভালো লাগলো
  • পরশ ০৫/০১/২০১৬
    সুন্দর হয়ছে
  • আবু সাহেদ সরকার ০৫/০১/২০১৬
    দারুন শব্দশৈলী
  • সান্ত্বনা, বাঁচা -> ঠিক করে নেবেন।
    ভবঘুরে বিত্তহীন , আদর্শ কি করে হয় ?
    • হাসান কাবীর ০৫/০১/২০১৬
      সান্ত্বনা ঠিক করে নিলাম, চন্দ্রবিন্দুর ব্যাপারে আগেও বলেছি, গতানুগতিক জীবন সম্পর্কে উদাস একজন মানুষের কাছে ভবঘুরে ও বিত্তহীন থাকাটা আদর্শ বৈকি।
  • জে এস সাব্বির ০৫/০১/২০১৬
    অসাধারণ ভাই ।আপনার প্রতিটা লেখাই খুব বেশী ভাল লাগে । কবিতায় অনেকগুলা +++ রইল ।
 
Quantcast