খেলা
একটি সংখ্যার পরিবর্তন হবে,
নিমিত্তে তৈরি পুরো সভ্যতা।
শুধু একটি শব্দের বদল হবে,
নিমিষে অতীত হবে সব কথকতা।
সময়ের নিয়মে কাল কেটে যায়,
মানবের প্রয়োজনে সংখ্যা বসায়।
বদলের আহ্বানে বসে নুতনের মেলা,
নিজমনে প্রকৃতি করে যায় খেলা।
হিসেবের খাতায় আসে আরেক বছর,
পুরনোকে জানায় বিদায় স্মৃতিতে ধুসর।
নুতনের স্বপ্ন দেখে উড়ায় ফানুস,
সময়ের সাথে যেনো বদলায় মানুষ।
কত শত আয়োজন কত ফাকিঝুকি,
কিছু তার প্রয়োজন কিছু তার মেকি।
পৃথিবীটা জুড়ে যত বঞ্চিত অসহায়,
কেবা তার কথা বলে কেবা ফিরে চায়।
যে যার চাহিদায় জীবন সাজায়,
নিয়তি আড়ালে হাসে মানবের খেলায়।
নিমিত্তে তৈরি পুরো সভ্যতা।
শুধু একটি শব্দের বদল হবে,
নিমিষে অতীত হবে সব কথকতা।
সময়ের নিয়মে কাল কেটে যায়,
মানবের প্রয়োজনে সংখ্যা বসায়।
বদলের আহ্বানে বসে নুতনের মেলা,
নিজমনে প্রকৃতি করে যায় খেলা।
হিসেবের খাতায় আসে আরেক বছর,
পুরনোকে জানায় বিদায় স্মৃতিতে ধুসর।
নুতনের স্বপ্ন দেখে উড়ায় ফানুস,
সময়ের সাথে যেনো বদলায় মানুষ।
কত শত আয়োজন কত ফাকিঝুকি,
কিছু তার প্রয়োজন কিছু তার মেকি।
পৃথিবীটা জুড়ে যত বঞ্চিত অসহায়,
কেবা তার কথা বলে কেবা ফিরে চায়।
যে যার চাহিদায় জীবন সাজায়,
নিয়তি আড়ালে হাসে মানবের খেলায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ০৩/০১/২০১৬ভালো লাগলো
-
মনিরুজ্জামান শুভ্র ০৩/০১/২০১৬ভাল লাগলো। শুভ নব বর্ষ।
-
পরশ ০১/০১/২০১৬দারুন
-
দ্বীপ সরকার ০১/০১/২০১৬শুভ নব বর্ষ।