স্পন্দন
ইদানিং প্রায়ই মৃত্যুকে নিয়ে ভাবি।
কেমন হবে সেই অন্তিম ক্ষন?
যখন শেষ নিশ্বাস বিদায় জানিয়ে,
ফিস ফিস চুপি চুপি বলে যাবে,
এবার তবে আসি।
নাকি হৃৎপিণ্ড বাতাসের অভাবে,
ছটফট করে অস্থির হয়ে জানাবে,
আ...রতো পারিনা।
মাথার খুলির ভিতর ব্যাস্ত কর্মযজ্ঞ,
সব কাজ ফেলে রেখে,
নিমিষেই কি নেবে অবসর?
বুকের ভেতর কেমন অনুভুতি হবে?
সেই ছোট্ট বেলায় ভুতের ভয় কুঁকড়ে যাওয়া,
নাকি দুষ্টুমিতে মায়ের কড়া শাসন,বাবার বকুনি,
শিক্ষকের বেত, আরো পরে,প্রথম প্রেমের প্রস্তুতি,
অথবা,তীব্র আন্দোলনে পুলিশের গুলি,
কিংবা,ভীষণ অন্ধকারে তীব্র একাকীত্বের ভয়,
আর ভয় যাপিত জীবনের ফল প্রকাশের।
ধুকফুক! ধুকধুক! কেমন হবে?
খুব কষ্ট কি তবে মরে যাওয়া...?
বেচে থাকার চেয়েও...?
প্রকাশিত কষ্ট, অপ্রকাশিত কষ্ট,
লাল কষ্ট, নীল কষ্ট,
দেহের কষ্ট, মনের কষ্ট,
প্রতিনিয়ত হারার কষ্ট।
কেন যেন মনে হয় মৃত্যুই পূর্ণতা,
পরিতৃপ্ত প্রশান্তি একমাত্র মৃত্যুর নাগালে,
আমি এখন হৃদয়ের শেষ কম্পন নিয়ে ভাবি।
কেমন হবে সেই অন্তিম ক্ষন?
যখন শেষ নিশ্বাস বিদায় জানিয়ে,
ফিস ফিস চুপি চুপি বলে যাবে,
এবার তবে আসি।
নাকি হৃৎপিণ্ড বাতাসের অভাবে,
ছটফট করে অস্থির হয়ে জানাবে,
আ...রতো পারিনা।
মাথার খুলির ভিতর ব্যাস্ত কর্মযজ্ঞ,
সব কাজ ফেলে রেখে,
নিমিষেই কি নেবে অবসর?
বুকের ভেতর কেমন অনুভুতি হবে?
সেই ছোট্ট বেলায় ভুতের ভয় কুঁকড়ে যাওয়া,
নাকি দুষ্টুমিতে মায়ের কড়া শাসন,বাবার বকুনি,
শিক্ষকের বেত, আরো পরে,প্রথম প্রেমের প্রস্তুতি,
অথবা,তীব্র আন্দোলনে পুলিশের গুলি,
কিংবা,ভীষণ অন্ধকারে তীব্র একাকীত্বের ভয়,
আর ভয় যাপিত জীবনের ফল প্রকাশের।
ধুকফুক! ধুকধুক! কেমন হবে?
খুব কষ্ট কি তবে মরে যাওয়া...?
বেচে থাকার চেয়েও...?
প্রকাশিত কষ্ট, অপ্রকাশিত কষ্ট,
লাল কষ্ট, নীল কষ্ট,
দেহের কষ্ট, মনের কষ্ট,
প্রতিনিয়ত হারার কষ্ট।
কেন যেন মনে হয় মৃত্যুই পূর্ণতা,
পরিতৃপ্ত প্রশান্তি একমাত্র মৃত্যুর নাগালে,
আমি এখন হৃদয়ের শেষ কম্পন নিয়ে ভাবি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ্রীরূপা লাহিড়ি ০৭/০৫/২০১৬খুব সুন্দর লেখা।
-
মাহাবুব ০১/০১/২০১৬সুন্দর কবিতাটা, কবি ভালো লাগলো তা।
-
প্রদীপ কুমার দে ২৫/১২/২০১৫বাঙ্গালির জীবনে শিক্ষকের বেতের ভূমিকা চীরকাল ছিলো, থাকবে। লেখাটিতে ছেলে বেলা মনে করিয়ে দিলো।
-
মোঃ সাইফুল ২৪/১২/২০১৫আজকের এই স্পন্দন সেদিন হয়তো থাকবেনা; কিন্তু স্পন্দন নামের যে কবিতাটি নাড়া দিয়েছিল পাঠকের হৃদয় তা হয়তো থেকে যাবে পাঠকদের অন্তরে অনেকদ... হাসান কবীর নামে।
-
দ্বীপ সরকার ২৩/১২/২০১৫ভালো।
-
রুহুল আমীন রৌদ্র. ২২/১২/২০১৫বেশ আধ্যাত্মিক কবিতা।