www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কষ্ট বাতাস

দক্ষিণা হাওয়ায় ছড়িয়ে দিলাম,
বুকের কিছু দীর্ঘশ্বাস-
পাথরসম চেপে থাকা,
কষ্ট, ব্যাথা, অবিশ্বাস।

চাওয়া পাওয়ার হিসেব মতো,
অংক কষে আশাহত-
যোগ বিয়োগের ধাধায় মেলে,
শুভঙ্করের ফাকি যত।

জীবনের এই অল্প সময়,
ঘটলো কত প্রণয় প্রলয়-
মরীচিকার পেছন ছুটে,
হয়নি ফেরা আপন আলয়।

দূর আকাশের অচিন দেশে,
কোথাও কি কেও আছে বসে-?
কষ্ট বাতাস ধরে ধরে,
করছে জমা মৃদু হেসে।

অসীম পানে চেয়ে থাকি,
খেলা শেষের কত বাকী-
ধুকছি আমি শ্রান্ত হয়ে,
শেষ বিদায়ের ছবি আঁকি

স্বত্বঃসংরক্ষিত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জয় ১৯/১২/২০১৫
    ব্রাভো .........।। কবিতার অভিনবত্বে চমকে গেলাম ।
  • জে এস সাব্বির ১৭/১২/২০১৫
    খুব ভাল @Hasan ভাই ।++রইল ।
    • হাসান কাবীর ১৭/১২/২০১৫
      সাব্বির আমার প্রয়াত ছোট ভাইয়ের নাম, তোমার জন্য আমার ট্রিপল প্লাস শুভকামনা। ভালো থেকো।
      • জে এস সাব্বির ১৮/১২/২০১৫
        ধন্যবাদ ভাই।

        আপনার ছোট ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি । আমাকে আপনার ছোট ভাই হিসেবেই দেখবেন ।
  • সুন্দর
  • ইসরাত রিতুল ১৫/১২/২০১৫
    খুব সুন্দর।
  • নির্ঝর ১৫/১২/২০১৫
    সুন্দর
  • মাহাবুব ১৫/১২/২০১৫
    ভালো লাগল।
  • মোঃ মুলুক আহমেদ ১৫/১২/২০১৫
    মনে হচ্ছে, ছন্দের যাদুকর, সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা পড়ছি|
    অসাধারণ লিখেছেন|
    এগিয়ে যান|
  • দেবাশীষ দিপন ১৪/১২/২০১৫
    বাঃ দারুণ লিখেছেন কবি।
  • খুব ভালো লাগলো। মুগ্ধকর লেখনী।
 
Quantcast