www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাখী

মনের শত ভাবনাগুলো
ক্ষনে ক্ষনে উড়ে বেড়ায়,
যতই ডানা ঝাপ্টে ফেরে,
আটকা পরে মনের খাচায়।

ভাবনা গুলো করুণ সুরে
মনকে বলে চলনা উড়ে,
মন যে ভাবে -
তাই কি হবার,
কোথায় যাবো এ নীড়  ছেড়ে?

ভাবনা বলে চল পালিয়ে,
রইবোনা এই আস্তাকুড়ে,
ভালোবাসায় কাটবে সময়,
অন্য কারো হৃদয় জুড়ে।

মন যে হাসে -
জগতের এই নৃত্যশালায়,
যে যার মত চলছে নেচে,
দেয়া নেয়া আর স্বার্থ ছাড়া
কে বা পরে মায়ায় যেচে।

ভাবনা যেনো মুষড়ে পরে,
মেলবে ডানা কেমন করে?
অপেক্ষাতেই থাকে দুজন,
শেষ বাশীটা বাজার তরে।

স্বত্বঃসংরক্ষিত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইসরাত রিতুল ১১/১২/২০১৫
    ভাল লাগল।
  • দেবব্রত সান্যালকে আমার এই একটা কারণে আমার খুব ভালো লাগে সবার ভুলগুলো শুধরে দেন। আমি চাই উনি যেন আমার ভুলগুলো এভাবে ধরিয়ে দেন।
  • ক্ষণে , খাঁচায় ,করুণ , বাঁশিটা , বানান গুলো দয়াকরে শুধরে নিন।
    কবিতার শুরুতে ভাবনা শত ছিল। শেষে এক বচন হলো কি ভাবে ?
    কিছুটা কবিগুরুর - দুই পাখির ধরনে।
    • হাসান কাবীর ০৯/১২/২০১৫
      দেহের এক মনে ভাব্না শতাধিক বা এরো বেশী, তাই কথোপকথনে অধিকের সাথে একের প্রকাশ, স্তবকে স্তবকে তার বর্ণনার চেষ্টা, পরিশেষে অজস্র ভাবনারা এক ও মন এক এই ভাব আনার প্রচেষ্টা ছিলো, করুণ বানানটা শুধরে নিলাম, চন্দ্রবিন্দু প্রয়োগের ব্যাপারে আমি নিজস্বতা বজায় রাখি, শব্দে র ব্যাবহার না করলে ণ প্রয়োগ জরুরী নয় বলেই জানি।
      • বাংলা ব্যাকরণে নত্ব আর ষত্ব বিধান আছে। পড়লেই বুঝতে পারবেন। বাংলা বানান শুদ্ধ ভাবে লেখা দরকার, সেখানে নিজস্বতা বজায়ের কোনো জায়গা নেই।
        আপনার এক অনেকের ব্যাখ্যা স্পষ্ট নয় , তবে নিজস্ব ভাবনা ধরে নিলাম।
        • হাসান কাবীর ০৯/১২/২০১৫
          ন/ষ তত্ত্ব কিঞ্চিত ঘেটেই র এর পরে ণ বসে জেনেছি, আমি লিখতে ভালোবাসি, লেখায় নিজস্বতা বজায়ে সুকুমার পথ মেনে চলতে চাই, তারপরও আপনারা ভুল ধরে দেবেন, শুধরে নেবার স্বাধীনতাটুকু দেবেন এই আশা করি।
          • জনাব , ভুল খোঁজা আমার স্বভাবও নয় , কাজও নয়। তারুণ্যের লেখার গুনগত মান বজায় রাখার সামান্য প্রয়াস করছি মাত্র। আপনার লেখা আপনার , যা আছে সবাই দেখছে।
            • হাসান কাবীর ০৯/১২/২০১৫
              আপনার প্রয়াসকে সাধুবাদ জানাই, ও তা জারি থাকুক, আমার লেখা সততই আমার, এবং আমি আজন্ম শিক্ষানবিস।
  • ভালো লাগলো।
 
Quantcast