পাখী
মনের শত ভাবনাগুলো
ক্ষনে ক্ষনে উড়ে বেড়ায়,
যতই ডানা ঝাপ্টে ফেরে,
আটকা পরে মনের খাচায়।
ভাবনা গুলো করুণ সুরে
মনকে বলে চলনা উড়ে,
মন যে ভাবে -
তাই কি হবার,
কোথায় যাবো এ নীড় ছেড়ে?
ভাবনা বলে চল পালিয়ে,
রইবোনা এই আস্তাকুড়ে,
ভালোবাসায় কাটবে সময়,
অন্য কারো হৃদয় জুড়ে।
মন যে হাসে -
জগতের এই নৃত্যশালায়,
যে যার মত চলছে নেচে,
দেয়া নেয়া আর স্বার্থ ছাড়া
কে বা পরে মায়ায় যেচে।
ভাবনা যেনো মুষড়ে পরে,
মেলবে ডানা কেমন করে?
অপেক্ষাতেই থাকে দুজন,
শেষ বাশীটা বাজার তরে।
স্বত্বঃসংরক্ষিত
ক্ষনে ক্ষনে উড়ে বেড়ায়,
যতই ডানা ঝাপ্টে ফেরে,
আটকা পরে মনের খাচায়।
ভাবনা গুলো করুণ সুরে
মনকে বলে চলনা উড়ে,
মন যে ভাবে -
তাই কি হবার,
কোথায় যাবো এ নীড় ছেড়ে?
ভাবনা বলে চল পালিয়ে,
রইবোনা এই আস্তাকুড়ে,
ভালোবাসায় কাটবে সময়,
অন্য কারো হৃদয় জুড়ে।
মন যে হাসে -
জগতের এই নৃত্যশালায়,
যে যার মত চলছে নেচে,
দেয়া নেয়া আর স্বার্থ ছাড়া
কে বা পরে মায়ায় যেচে।
ভাবনা যেনো মুষড়ে পরে,
মেলবে ডানা কেমন করে?
অপেক্ষাতেই থাকে দুজন,
শেষ বাশীটা বাজার তরে।
স্বত্বঃসংরক্ষিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইসরাত রিতুল ১১/১২/২০১৫ভাল লাগল।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৯/১২/২০১৫দেবব্রত সান্যালকে আমার এই একটা কারণে আমার খুব ভালো লাগে সবার ভুলগুলো শুধরে দেন। আমি চাই উনি যেন আমার ভুলগুলো এভাবে ধরিয়ে দেন।
-
দেবব্রত সান্যাল ০৯/১২/২০১৫ক্ষণে , খাঁচায় ,করুণ , বাঁশিটা , বানান গুলো দয়াকরে শুধরে নিন।
কবিতার শুরুতে ভাবনা শত ছিল। শেষে এক বচন হলো কি ভাবে ?
কিছুটা কবিগুরুর - দুই পাখির ধরনে। -
জুনায়েদ বি রাহমান ০৯/১২/২০১৫ভালো লাগলো।